L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মো: তৌহিদুল ইসলাম | IELTS: 7.0

আবারো ন্যাশনাল ইউনিভার্সিটি | তেজগাঁও কলেজ থেকে একাউন্টিং-এর উপর বিবিএস সম্পন্ন করে তৌহিদ ভাইয়ের মনে একটা তেজ তো আসতেই পারে | এবার হয় এমবিএ কিংবা মাস্টার্স অফ একাউন্টিং | আর সেটা যদি হয় কানাডা অথবা আমেরিকা , তাহলে তো কোনো কথাই নেই | অনলাইনের কিছু ফোরামে ব্লগে নানান কিসিমের পরামর্শদাতারা শুধুই ভয় দেখায় — ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করলে ভিসা হয় না , ভিসা দেয়না ! তৌহিদ ভাই সেইসব কথা-বার্তা ডাস্টবিনে ফেলে দিয়ে সোজা দেখা করলেন শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসে | আমাদের জুনিয়র কন্সাল্ট্যান্ট রুসলান শাহ আদিব স্যার অভয় দিলেন — আপনার স্বপ্ন পূরণ হওয়া সময়ের ব্যাপার মাত্র | তৌহিদ ভাই IELTS-এ স্কোর তুললেন 7.0

ব্রিটিশ কলাম্বিয়ার ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট-UCW থেকে MBA-র অফার লেটার আনা ও পুরো ভিসা প্রসেসিং-এ সবসময় তৌহিদ ভাইকে যুক্ত রেখেছেন আদিব স্যার | স্টাডি প্ল্যান , কভার লেটার , সিভি সবকিছু কেমন করে প্রেজেন্ট করতে হয়, লিখতে হয় , সাবমিট করতে হয় — সবই দেখিয়েছেন | উনার মধ্যে যে কনফিউশন ছিল, সেটা দূর করতে ! তৌহিদ ভাই পুরো প্রসেসের সাথে থাকতে পেরে দারুন উচ্ছসিত | একটি এডুকেশন কনসালটেন্সি ফার্ম নিয়ে পজিটিভ রিপোর্ট এন্ড সিইও-র সাক্ষাৎকার কেন ICE Business Times-র মতো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড লেভেলের কর্পোরেট ম্যাগাজিনে স্থান পায়, সেটা বুঝতে পেরেছেন !!

ভর্তি ও ভিসা পেয়ে তৌহিদ ভাইয়ের মধ্যে সুপ্ত তেজ নতুন করে চাঙ্গা হয়ে উঠলো – এবার কানাডার শিক্ষা ও জব মার্কেটে নিজের আধিপত্য দেখানোর পালা | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment