L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম খাদিজা নুসরাত | IELTS 7.0

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ম্যাডাম ফার্মাসি বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি শেষ করলেন | চাকুরী , সংসার , ছোট ছোট তিনটি ফুটফুটে সন্তান সবদিক সামলে ম্যাডাম ঠিকই সময় বের করলেন IELTS করবার | এবং করলেন-ও | স্কোর তুললেন – 7.0 | আসলে , গ্রামে মুরুব্বিরা একটা কথা বলতেন – যে রাঁধতে জানে , সে চুল-ও বাঁধতে জানে | আসলেই খাঁটি সত্য কথা |
ম্যাডামের স্বপ্ন – কানাডায় গিয়ে মাস্টার্স ডিগ্রি করা | কিন্তু ফার্মাসিতে পড়ে কি বিষয়ের উপর মাস্টার্স করলে ভবিষ্যতে কানাডায় পিআর পেতে সুবিধা হয়, সেটা নিয়ে আলোচনা করতে ম্যাডাম চলে এলেন কর্পোরেট অফিসে | দেখা করলেন আমাদের সিনিয়র কন্সাল্ট্যান্ট বাপন সাহা স্যারের সাথে |

কানাডার দ্যা ইউনিভার্সিটি অফ উইন্ডসরে মেডিকেল বায়োটেকনোলজি বিষয়ের উপর মাস্টার্স করতে ম্যাডামকে পরামর্শ দিলেন বাপন স্যার | সেই কাউন্সেলিংয়ে পুরো আস্থা ও বিশ্বাস নিয়ে এগুলেন তিনি | স্বপ্নের দেশ কানাডায় ম্যাডামের জার্নি যে এতটা সুন্দর ও মসৃন হবে, ম্যাডাম কল্পনা-ও করতে পারেননি | বিশেষ করে স্বামী ও তিন সন্তান সহ ! অনেকে ভয় দেখিয়েছিলো, ফ্যামিলি ভিসা দিতে চায় না হাইকমিশন ! শা এসোসিয়েটস গত পঁচিশ বছরে এক হাজারের উপর ফ্যামিলি সহ স্টুডেন্ট ভিসা সম্পন্ন করে প্রমান করেছে, কিছু মানুষ ও প্রতিষ্ঠানের ফালতু কথা ও সতর্কবাণী শোনার সময় শা এসোসিয়েটসের হাতে নেই ! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment