L O A D I N G

পাতিহাঁস না পাতি ইঁদুর লিখবেন ?

বন্ধু-বান্ধবের কাছ থেকে ধার নিয়ে স্টাডি প্ল্যান কিংবা স্টেটমেন্ট অফ পার্পাজ লিখে জমা দিলে ভুল তো হবেই | আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ব্যবহার করে কানাডার ইমিগ্রেশন টিম এখন সহজেই বের করে ফেলছে- আপনি এটা কোথা থেকে কপি করেছেন , কে আগে জমা দিয়েছিলো এই লেখা ? নিজেকে চালাক ভাবা ভালো, তাই বলে পরকে বোকা ভাবা ঠিক না | চ্যাটজিবিটির হেল্প বলেন কিংবা যে কোনো পোর্টাল থেকে অর্থের বিনিময়ে সার্ভিস নিয়ে যদি আপনি ভাবেন, একটা দারুন কাজ হয়ে গেলো, আমরা বলবো- আপনি ভুল করছেন |

শা এসোসিয়েটস প্রতিটা স্টুডেন্টের জন্যে একেবারেই নিত্য-নতুন আইডিয়া নিয়ে একটি ফাইলে যা যা লেখার দরকার , সেটার জন্য একটি দক্ষ টিম নিয়োগ করে | যার জন্য আমাদের কোনো স্টুডেন্টের স্টাডি প্ল্যান অন্যের সাথে মিলবে না ; কারো কাভার লেটার অন্যের লেখার সাথে কপি হবে না ; কারো স্টেটমেন্ট অফ পার্পাজ কিংবা সিভি ফরমেট , অথবা ক্লায়েন্ট ইনফরমেশন অন্য কোনো স্টুডেন্টের প্রোফাইলের সাথে এই জীবনেও ম্যাচ করবে না | এখানেই অন্যদের সাথে আমাদের পার্থক্য |

আমাদের কাছে একটি স্টুডেন্ট মানে তার জন্য নিয়োজিত একজন এক্সপার্ট কন্সাল্ট্যান্ট | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment