L O A D I N G

নিজের যথেষ্ট সম্ভাবনাময় ফাইলকে ” ঝরে বক পড়া হুজুরের কেরামতি বাড়া ” প্রবাদের সঙ্গে তুলনা করে যার-তার কাছে আপনার ফাইল দিয়ে ভুল সিদ্ধান্ত নিবেন না |

নিচের ছবিটির সংলাপের মতন আপনি ও কি কোনো কথার মার্-প্যাচে পড়ছেন না তো ? আপনি চাচ্ছেন – ইয়র্ক ইউনিভার্সটিতে পড়তে , আপনাকে বলা হলো – আগে সেনেকা কলেজের অফার লেটার দিয়ে কানাডায় ঢুকুন, তারপর ক্রেডিট ট্রান্সফার করে ভার্সিটিতে চলে আসবেন | এটা কিছু ফার্মের কতিপয় তোতাপাখি মার্কা কন্সাল্ট্যান্টদের বলার কারণ- সে ওই কলেজের অফার লেটার আনতেই যথেষ্ট পারঙ্গম ! তার দৌড় ওই পর্যন্তই ! ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যে সময় দিতে হয়, এফোর্ট দিতে হয় — এই ব্যাপারে তার বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা নাই ! এটাই সত্য ! সেইজন্যই কলেজের অফার দিয়ে ও গতানুগতিক ভার্সিটির পাইকারি হারে ইস্যু হওয়া (MBA)-এমবিএ অফার লেটার দিয়ে আপনি যদি ভেবে থাকেন — ভিসা পেয়ে যাবেন , তাহলে আমরা বলবো- আপনি বোকার স্বর্গে বাস করছেন |

নিজের যথেষ্ট সম্ভাবনাময় ফাইলকে ” ঝরে বক পড়া হুজুরের কেরামতি বাড়া ” প্রবাদের সঙ্গে তুলনা করে যার-তার কাছে আপনার ফাইল দিয়ে ভুল সিদ্ধান্ত নিবেন না | আপনার যোগ্যতা অনুযায়ী ভিসার সাকসেস রেট দেখে ফাইল জমা দিন | মনে রাখবেন — একটি ভার্সিটির অফার লেটারের যে গুরুত্ব একটি কলেজের ডিপ্লোমা কোর্সের অফার লেটারের মূল্য কিন্তু সমান না | কারণ, বাংলাদেশে ১০৯-টি প্রাইভেট ইউনিভার্সিটি , ৫৩-টি পাবলিক ইউনিভার্সিটি , ৬টি স্পেশালাইজড ইউনিভার্সিটি থাকার পরেও আপনি কানাডায় কলেজে ডিপ্লোমা করতে যাবেন — এটা কি ভিসা অফিসারের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে ? এতো সহজ এই দুনিয়া ? — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment