কংগ্র্যাচুলেশন্স সালাহউদ্দিন আহমেদ সাব্বির |
বুয়েটের পরেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়টি সমমনা পর্যায়ের , তা হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি – AUST | দ্বিমত থাকতেই পারে | সেই ভার্সিটির উচ্চাভিলাষী স্টুডেন্ট সাব্বির ভাই | কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর গ্র্যাজুয়েশন শেষ করে সাব্বির ভাই মনে-প্রাণে একটাই ধারণা পোষণ করতেন , মাস্টার্সটা কানাডা নয়তো আমেরিকা ! সেইভাবেই নিজেকে প্রস্তুত করলেন | IELTS-এ স্কোর তুললেন 7.0 | CCNA, RHCSA, CEH, AWS Certified Cloud Practioner and AWS Certified Solutions Architect Associate সাব্বির ভাই জয়েন করলেন ই-কমার্স বিষয়ক সুপরিচিত প্রতিষ্ঠান SSL Wireless – এ | এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি সাব্বির ভাইকে | শিক্ষা ও অভিজ্ঞতার সমন্বয়ে কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি সাবজেক্টে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং করতে সাব্বির ভাই শুধু একাই যাচ্ছেন না , নিয়ে যাচ্ছেন প্রিয়তমা স্ত্রী ফার্মাসিস্ট ম্যাডাম ফারজানা শারমিন ও প্রিয় সন্তান শাবীব আহমেদ রুশানকে |
জার্নিটা পরিবারকে নিয়ে করার মধ্যেই অনেক আনন্দের ও তৃপ্তির | আমাদের স্টুডিওতে এসে সাব্বির ভাই শা এসোসিয়েটসের সার্ভিস নিয়ে অনেক খোলামেলা কথা বলেছেন | তাঁর বক্তব্যের পুরোটাই কমেন্টস বক্সে লিংক হিসেবে দেওয়া হলো | আমরা সবসময় চাই , সাব্বির ভাইয়ের মতন মেধাবী স্টুডেন্টসদের বিদেশে উচ্চশিক্ষার জার্নিটা নিভেজাল , হেজেলফ্রি হউক | — শা অ্যাডমিন ম্যানেজার