কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম ডাঃ ফাতেমা হায়দার |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে ডেন্টালের উপর ব্যাচেলর ডিগ্রি শেষ করলেন ম্যাডাম ফাতেমা |
বর্তমানে প্র্যাক্টিস-ও করছেন সেই কলেজেই ! বিদেশের ডিগ্রি নেবার চিন্তাটা মাথায় রেখে ম্যাডাম একফাঁকে IELTS-টা ও করে নিলেন , স্কোর 7.5 | কাজের ভুবনে ঢুকে ম্যাডাম উপলব্ধি করলেন, এই মেডিকেল ( বিশেষ করে ডেন্টাল সাবজেক্ট ) বিষয়ে উচ্চতর ডিগ্রি না থাকলে উপরে উঠা অনেক কষ্ট , পরিচিতি পাওয়া অনেকটাই দুরূহ | সেই ভাবনা থেকে কলেজের সিনিয়র স্পেশালিস্ট স্যারদের পরামর্শ নিলেন, কথা বললেন নিজের ফিউচার প্ল্যানের ব্যাপারে | সবার কথা একটাই , মাস্টার্সটা করতেই হবে এবং সেটা যদি নর্থ আমেরিকায় হয়, তাহলে তো কোনো কথাই নেই |
সবার উৎসাহ নিয়ে ম্যাডাম এবার শা এসোসিয়েটসের দ্বারস্থ হলেন, কারণ সবকাজ সবাইকে দিয়ে হবে না, এটা ম্যাডাম ভালোভাবেই জানতেন | দাঁতের সমস্যার জন্য যদি চোখের ডাক্তারের কাছে যান, তাহলে তো সমস্যা ! আবার গ্রামের হাট-বাজারেও দাঁত তোলার লোক আছে , কিন্তু স্পেশালিস্ট ডেন্টিস্টের কাছে গেলে নিজের দাঁতের মূল্য যেমন সেখানে , তেমনি মূল্য আপনার মুখশ্রীর ! ম্যাডাম সঠিক জায়গায় এসে নক করেছেন | কারণ, আমরা উনার সময় ও স্বপ্নের মূল্য অনুধাবন করতে পেরেছি |
কানাডার Fairleigh Dickinson University-তে ম্যাডামকে Master of Administrative Science: Global Health and Human Services Administration সাবজেক্টে ভর্তি ও ভিসা করিয়ে দিতে পেরে শা এসোসিয়েটস আনন্দিত ও খুশি অনুভব করছে | একজন স্টুডেন্টের মুখে হাসি আমাদের বড় পারিশ্রমিক |