L O A D I N G

হাফ-সেঞ্চুরির গল্প নিয়ে তৈরী হচ্ছে স্বপ্নের উড়ান |

হাফ-সেঞ্চুরির গল্প নিয়ে তৈরী হচ্ছে স্বপ্নের উড়ান | ঈদের ছুটি ঈদের আনন্দ শেষ করে ঢাকা আসুন, তারপর বলবো !

আনন্দ বিনোদনের মাঝখানে যে পাঁচটি জিনিস ভুলেও লিস্টে রাখবেন না– –

১. অতিরিক্ত স্পিডে গাড়ি বা বাইক চালাবেন না | মনে রাখবেন, আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন ঠিকই , কিন্তু ঘরে আপনার পথ চেয়ে থাকবে আপনার মা , আপনার বোন, আপনার ভাই, বাবা , আপনার প্রিয়তমা, আপনার সন্তান, আপনার খুব কাছের প্রিয়জন |
২. অযথা কারো সঙ্গেই ধর্মীয় কোনো বিষয় নিয়ে তর্কে জড়াবেন না | যার যার ধর্ম তার কাছে মহান ও সর্বশ্রেষ্ঠ !
৩. চলমান কোনো ইস্যু আপনার পছন্দ না হলে মন্তব্য করবেন না ; ফেসবুকে সোশ্যাল মিডিয়ার কোথাও কিছু লিখবেন না | আপনার মতামত দেওয়ার কোনো দরকার নাই |
৪. যেখানে সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে অহেতুক বিতর্কে যাবেন না | সরকারের কোনো কর্মকান্ড আপনার পছন্দ না হলে নিজে ওই অফিসে গিয়ে সংশ্লিষ্ট অফিসারের সাথে স্বাক্ষাৎ করে আপনার অভিযোগ জানিয়ে আসবেন |
৫. দেশের বদনাম হয়, দেশের মানুষের মান-সন্মান , যে কোনো কার্য্যক্রম প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো আর্টিকেল , পোস্ট , কমেন্টস কারো পেইজে দিবেন না | কি দরকার বলেন তো ?

দিনের শেষে আপনি আমি সবাই বাংলাদেশী | ধর্ম বর্ণ শিক্ষা ভিন্ন হতে পারে , কিন্তু আমরা একই স্বাধীন রাষ্ট্রের | আমরা সবাই ভাই-ভাই | যে পাসপোর্টটা নিয়ে বিদেশ যাবেন , সেটাও বাংলাদেশের | সব ভুলতে পারবেন, দেশকে মাকে কি ভুলতে পারবেন ? আসুন, সবাই এক দেশের এক মায়ের সন্তান হয়ে বেঁচে থাকি |

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment