L O A D I N G

একটি মার্কেটিং টিম ও সাফল্যের পেছনের গল্প

অনলাইন অফলাইন ও সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি স্তরে বিচরণকরা শা এসোসিয়েটসের রয়েছে একটি শক্তিশালী মার্কেটিং টিম | আমাদের সিইও-র সাথে ছবিতে যাঁদের দেখছেন তাঁরা হলেন বা’থেকে আব্দুর রহমান আবির , এরপর আমাদের সিইও, তারপর আবরার ইবনে জামান ও সর্বশেষ সৌরভ সরকার | এই তিনজনকে সমন্বয় করে যিনি কাজ করেন উনি হচ্ছেন আমাদের কলকাতা অফিসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিস্টার ফিন গোস্বামী , তাঁর সহকারী অভীক চ্যাটার্জী | এই পুরো টিমকে যিনি মনিটরিং করেন ও সার্বিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেন তিনি হলেন আমাদের টরন্টো ব্রাঞ্চের চিফ অপারেটিং অফিসার ( সিওও ) মিস্টার অর্ণব চক্রবর্তী | আমাদের পুরো টিমের প্রধান কাজই হচ্ছে যা সত্য তাই তুলে ধরা | এতে করে কার কি ক্ষতি হলো, কে মনে কষ্ট পেলো , তাতে আমাদের কিচ্ছু যায় আসে না | কারণ, শা এসোসিয়েটসের ভীত অনেক শক্ত ও মজবুত | তাই সত্য বলতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই | আমরা মনে করি, বিদেশে উচ্চশিক্ষা নিয়ে যতরকমের নেতিবাচক খবর আছে , সেগুলো তুলে ধরতে হবে; সবাইকে সচেতন করতে হবে | এলার্ট করতে হবে | কেউ যেন অযথা প্রতারণার শিকার না হয়, সেইদিকে সবাইকে সজাগ করতে হবে | বিজনেস করতে নেমেছি, একদিনের জন্য নয় ! এই বিজনেসে আগামী একশো বছর টিকে থাকার প্রত্যয় নিয়ে এসেছি | ১৯৯৮ সালের জুলাই মাসের শুভ যাত্রা ২৫ বছরে পদার্পন করবে এই বছরের ৭ই জুলাই |

গত পঁচিশ বছরে আমাদের চোখের সামনে দিয়ে কত ফার্ম আসলো গেলো , কত উপদেষ্টা , কত কনসালটেন্ট , কত RCIC লয়ার, কত ইউটিউবার, কত ফেসবুকের পেজ আসলো গেলো …..আমরা শুধু দেখলাম, পড়লাম, জানলাম আর হাসলাম | শা এসোসিয়েটস তাঁর স্বমহিমায় স্বগৌরবে আলোকের রশ্মি ছড়িয়ে একই জায়গায় থেকে গেলো ……! কারণ, আমরা এই সার্ভিসে কোয়ান্টিটিকে নয়, কোয়ালিটিকে প্রাধান্য দিতে গিয়ে এই বিজনেসে সকলের আস্থা ও বিশ্বাসে টিকে গেছি | যা সত্য তাই বলেছি | আমাদের কথাগুলো একটু রূঢ় হয়েছে , টক হয়েছে , শুনতে খারাপ লেগেছে …কিন্তু দিন শেষে সবাই একটা কথাই বলেছেন …আপনাদের উপদেশ শুনেছি বলেই আমি আজকে কানাডা ও আমেরিকা | এখানেই আমাদের তৃপ্তি ও আমাদের মার্কেটিং টিমের সাফল্য | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment