একটি ভিন্ন রকমের স্বপ্ন পূরণের গল্প
সব স্টুডেন্টসের হাসি-ই আমাদের কাছে অতি সুখের , অনেক আনন্দের | কিন্তু ফাতেমা ইসলাম অনিতা ম্যাডামের হাসিটা একটু বেশী হৃদয়গ্রাহী ও টাচি ! ম্যাডামের হাজব্যান্ড আমাদের মাধ্যমেই কানাডা গিয়েছিলেন | তারপর সে এক লম্বা ইতিহাস ! আনাড়ি তথাকথিত কনসালটেন্টের চক্করে পড়লে যা হয় আর কি ! তিনটা বছর ম্যাডামের জীবনটা নষ্ট হলো ! কানাডায় পা রেখেই পন্ডিত হওয়া কিছু ছাত্রের বুদ্ধি নিয়ে মাসুম ভাই এই অনাকাঙ্খিত বিলম্বে পড়লেন | আমরা সবসময় বলে আসছি …কিছু ফোরামের অতি উৎসাহী জ্ঞানী ছাত্র-ছাত্রী সবসময় আগ বাড়িয়ে উল্টা-পাল্টা পরামর্শ দিয়ে বেড়ান , যেটা তার কাজ না ! তার কাজ হলো পড়াশোনা করা ! আরে ভাই, আপনি যে সিস্টেমে জমা দিয়ে একা একা ট্রাই করে ভিসা পেয়েছেন বলে বাংলাদেশের সব মানুষ কি আপনার কথায় চললে কানাডিয়ান হাইকমিশন সবাইকেই ভিসা দেবে নাকি ? এইসব আলগা ফুটানি মার্কা পরামর্শ দেওয়া বন্ধ করুন | যার কাজ যেটা তাঁকে সেটা করতে দিন |
কানাডার মন্ট্রিয়লে লা-সালি ( Collège LaSalle ) কলেজে পিজিডি করার অফার লেটার ও ভিসা পেয়ে দীর্ঘ তিন বছর পর স্টুডেন্ট ভিসা নিয়ে ফাতেমা ইসলাম অনিতা কানাডায় প্রিয় স্বামীর কাছে যাওয়া ও পড়াশোনা করবার খুশিতে উনি এতটাই আবেগাপ্লুত হয়ে কান্না করেছেন যে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিলাম না ! শুধু উনার খুশির আবেগের উচ্ছাসে বের হয়ে আসা অতি সুন্দর মায়াবী হাসিটাই তুলে ধরলাম ! বছরের শুরুটা এই পবিত্র হাসি দিয়েই শুরু হউক আমাদের সবার জন্যে , ম্যাডামের জন্যে | হ্যাপি নিউ ইয়ার গ্রেটিংস || — শা অ্যাডমিন ম্যানেজার