এখন পর্যন্ত্য যেহেতু কানাডিয়ান হাইকমিশন অনলাইনেই ফাইল সাবমিশনের ব্যাপারে ডিটারমাইন্ড ও আগ্রহী ; সেই ক্ষেত্রে আপনি নিশ্চয় জানেন- অনেক ফর্ম ও ডকুমেন্টস সাবমিশনের মধ্যে ” Client Information ” একটি পার্ট | এই পার্টে আপনার ডকুমেন্টস আপলোডিংয়ের ক্ষেত্রে অবশ্যই ডাইনামিক ও মুন্সিয়ানার পরিচয় দিতে হবে | নয়তোবা , ছোটখাট একটা ভুলের জন্য আপনার সমূহ সম্ভাবনাময় ফাইলটি রিফিউজ্ড হয়ে যেতে পারে |
আপনার অনেক ডকুমেন্টসের ভীড়ে কোন কাগজটির পরে কোনটি সংযোজন করে নিৰ্দিষ্ট পরিমাপে পুরো ফাইলটিকে সন্নিবেশ করলে যথার্থ হবে, সেটা অবশ্যই আপনাকে সঠিক চিন্তা-ভাবনা নিয়েই একটি ফোল্ডার করতে হবে যেন, পুরো ডকুমেন্টস সেটটি দেখে একজন ভিসা অফিসারের নিকট সেটা অনেক এট্রাক্টিভ ও গ্রহণযোগ্য হয়ে উঠে — সেই বিষয়ে আপনার পূর্ব অভিজ্ঞতা জানা না থাকলে আপনার পরিশ্রম অযথাই পন্ড হতে পারে |
অতএব, আপনাকে একটাই অনুরুধ করবো – একজন ভালো ভিসা স্পেশালিস্ট কিংবা এডুকেশন কনসালটেন্টের সঙ্গে পরামর্শ করে তবেই ফাইলটি সাবমিট করুন | আসলে, সব বিষয়ে নিজের ঘাড়ে অতিমাত্রায় কনফিডেন্ট এর ট্যাগ লাইন না লাগিয়ে একটি টিমওয়ার্কের মাধ্যমে আপনার কাঙ্খিত স্বপ্নের কাজটি সম্পন্ন করুন | যাঁর কাজ যেটা , তাঁকে দিন সেটা | সাফল্য আসবেই | — শা অ্যাডমিন ম্যানেজার