L O A D I N G

স্কলারশিপ সহ মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউ ফাউন্ডল্যান্ডে কম্পিউটার সায়েন্স নিয়ে ব্যাচেলর ডিগ্রী অর্জন করতে প্রস্তুত সিলেটের কৌস্তভ চৌধুরী!

কংগ্র্যাচুলেশন্স কৌস্তভ চৌধুরী | সিলেট এমসি কলেজ থেকে ২০২০ সালে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশের পর সময় নষ্ট না করে IELTS-এ কোচিং করে নিলো | স্কোর তুললো 8.0 | এরপর আমেরিকা না কানাডা , সেটা নিয়ে গবেষণা করে ফাইনালি ডিসিশন নিলো , আন্ডারগ্রেডটা কানাডাতেই হউক | মাস্টার্সটা না হয় আমেরিকাতে করা যাবে | সেই চিন্তা আর স্বপ্ন নিয়ে কৌস্তভ ঢাকায় এসে দেখা করলো আমাদের সিইও স্যারের সঙ্গে | একটু নিরিবিলি ঝিমঝাম থাকতে পছন্দ করে সে | তাই সিইও স্যারের পরামর্শে শেষমেশ ফাইনাল হলো মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউ ফাউন্ডল্যান্ডে কম্পিউটার সায়েন্সেই ব্যাচেলর ডিগ্রীটা অর্জন করতেই হবে | ভার্সিটি স্কলারশিপও দিয়েছে কিছুটা | এবার কৌস্তভের যাওয়ার পালা |

মেমোরিয়ালে যাওয়ার আগে মেমোরি রাখতে সিইও স্যারের সঙ্গে একটা ছবি | ভালো থাকুন কৌস্তভ চৌধুরী | সুশিক্ষায় নিজেকে গড়ে তুলুন, সেই প্রত্যাশায় | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment