L O A D I N G

কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে মাস্টারস অফ ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে ইরফানুল ভাই এখন যাবার জন্যে প্রস্তুত!

কংগ্র্যাচুলেশন্স ইরফানুল ইসলাম | নর্থ সাউথ ইউনিভার্সিটির EEE-ফ্যাকাল্টির কৃতি ছাত্র ইরফানুল ভাই মাস্টার্সের জন্যে নিজেকে প্রস্তুত করা শুরু করেছেন গ্র্যাজুয়েশনের পর পরই | মেধাবী ছাত্র-ছাত্রীরা কখনোই লেখাপড়ার বাইরে প্রয়োজনীয় সময় অপব্যয় করে না | ইরফান ভাই IELTS-পরীক্ষায় স্কোর তুললেন 7.5 | নিজের শিক্ষাকে যাচাই করবার জন্যে পারিবারিক বিজনেসে নিজেকে এনগেজ করলেন , প্রমান করলেন নর্থ সাউথের শিক্ষার একটা ভ্যালু আছে | উচ্চ শিক্ষার ক্ষেত্রে একজন ভালো কনসালটেন্ট বা এজেন্ট আবিষ্কার করতে ইরফান ভাই অনলাইন ঘেটে-ঘুঁটে আবিষ্কার করলেন চট্টগ্রামের শা এসোসিয়েটসকে | এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনেক রেফারেন্সও ছিল | এবার মাস্টার্স করতে কানাডাকে বেছে নিলেন ইরফান ভাই |

ভালো সিজিপিএ , চমৎকার IELTS স্কোর আর স্ট্রং ফাইনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকলেই যে ভিসা হয়ে যাবে , এ’ব্যাপারে মোটেও নিজেকে জাহির করতে রাজি নন ইরফানুল ভাই | কারণ, তিনি মনে করেছেন, প্রত্যেকটি কাজের জন্য একজন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে ; যাঁর কাজ যেটা তার আছে সেটা | আমাদের চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যার খুব আন্তরিকতার সঙ্গে দায়িত্বের সঙ্গে সেই কাজ সম্পন্ন করলেন | কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে মাস্টারস অফ ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে ইরফানুল ভাই এখন যাবার জন্যে প্রস্তুত | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment