শা এসোসিয়েটসের সিইও হিসেবে কাজ করতে পেরে আমি সত্যি নিজেকে গর্বিত মনে করি | আমি আমার পেশায় ও বিজনেসে সফল এবং স্বার্থক একজন মানুষ | উত্থান পতন সাফল্য ব্যর্থতা নিয়েই একটি পেশার প্রকৃত চিত্র ও পোর্টফোলিও | আমি আমার জায়গায় মনে করি শতভাগ সফল একজন সিইও | মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্র তৈরিতে ও মাইগ্রেশনের মাধ্যমে হাজার হাজার বাংলাদেশির ভাগ্য উন্নয়নে আমার ভূমিকা বাংলাদেশ সরকার মনে রাখুক বা নাই রাখুক ; কোনো পুরস্কার দিক বা না দিক , তাতে আমার কিছুই যায়-আসে না | আমি দেশের জন্য দেশের মানুষের জন্য কি করতে পেরেছি সেটাই বড় কথা | গত চব্বিশ বছরের কর্মপরিধি বিচার-বিশ্লেষণ করলে দেখা যাবে, আমার সাফল্যের পাল্লাই ভারী | এতেই আমার সুখ ও শান্তি |
এই শা এসোসিয়েটস যে শুধুমাত্র মেধাবী ছাত্র-ছাত্রী কিংবা স্কিল্ড প্রফেশনালদের সুনিশ্চিন্ত ভবিষ্যৎ তৈরিতেই ভূমিকা রেখেছে , তা কিন্তু নয় ; এই শা এসোসিয়েটসের মাধ্যমে আমার অনেক অফিসার পর্যন্ত্য তাদের পরিবার পরিজন নিয়ে সারাজীবনের জন্য কানাডা , আমেরিকা , জাপান ও মালয়েশিয়াতে রুটি-রুজির বন্দোবস্ত করে নিশ্চিন্ত ভবিষ্যৎ গড়ে তুলেছেন | আমি চাইবো , প্রতিটি ছাত্র-ছাত্রী , ইমিগ্রেন্ট পরিবার ও আমার অফিসারগণ সকলেই শা এসোসিয়েটসকে আজীবন কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে |
সবাইকে ইংরেজি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা || Happy New Year 2-0-2-2.
Cheers !!! — সুপ্রিয় কুমার চক্রবর্তী , সিইও
[ Gratitude makes sense of our past, brings peace for today, and creates a vision for tomorrow. ] See less