L O A D I N G

রিফিউজ্ড মানেই কি শেষ ?

কানাডার স্টুডেন্ট ভিসা কিংবা যে কোনো দেশের ভিসার ক্ষেত্রে রিফিউজ্ড হতেই পারে | আপনি আপনার সর্বোচ্চ যোগ্যতা , দক্ষতা , ডকুমেন্টস, কভার লেটার , স্টাডি প্ল্যান , রিজিউমি সবকিছু দিয়ে এপ্লাই করার পরেও ভিসা অফিসার আপনার আবেদনকে ডিনাই ( Deny ) করতেই পারেন | অনেকে আবার আপনার চেয়ে কম ডুমেন্টস দিয়েই ভিসা পেয়ে যায় | এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় , ভিসা কনস্যুলারের মর্জির ব্যাপার | তাঁর কাছে মনে হয়েছে , আপনার স্টাডি প্ল্যান যথেষ্ট যৌক্তিক নয়, যা নরমাল IELTS-ধারী ( 6.0 or 6.5 ) স্টুডেন্টসের ক্ষেত্রে উল্টো হয়েছে | তাঁর স্টাডি প্ল্যান পড়ে ভিসা কনসুলার মনে করেছেন, সে হচ্ছে পারফেক্ট পোটেনশিয়াল স্টুডেন্ট অব কানাডা |

আমাদের অফিসে অনেক স্টুডেন্টসের বেলায় এমনটা হয়েছে | তাই বলে আমরা স্টুডেন্টসকে হতাশ করিনি , আমরা আবার রিএপ্লাই করেছি | একটা যথোপযুক্ত যৌক্তিক ব্যাখ্যা দিয়ে কভার লেটার সংযুক্ত করে পুনরায় আবেদন করেছি | সেই সঙ্গে কি কি কারণে ভিসা রিফিউজ্ড ছিল, সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করেছি | আমাদের ৯৫% কাজ সফল হয়েছে | আজকের এই পোস্ট যারা পড়ছেন , সেখানে আমাদের অনেক স্টুডেন্টস রয়েছেন ; তারা নিশ্চয় সেটা স্বীকার করবেন | যারা ভিসা পেয়ে এখন কানাডায় কিংবা যাবার প্রস্তুতি নিচ্ছেন | প্রাইভেসি এন্ড ইনফরমেশন সিকিউরিটি এক্টের কারণে নাম ধরে ধরে পোস্ট দিলাম না | অফিসে আসলে হয়তো সেটা স্বচক্ষে দেখানো সম্ভব হবে , কারণ আমাদের কাছে সব স্টুডেন্টদের ভিসা স্টেটাস থেকে শুরু করে আবেদনের আগ পর্যন্ত্য সব রেকর্ড আছে | আমরা মনে করি, একবার রিফিউজ্ড মানেই হতাশা নয়, এজেন্টকে গাল-মন্দ করা নয় , তাঁদের কাজের ভুল খোঁজা নয়, সমালোচনা নয় ; একটা প্রবাদ মনে রাখবেন Failure is the pillar of Success, and we can’t spell SCCESS without U.

আপনি যদি নিজে নিজে ট্রাই করে অফার লেটার এনে থাকেন এবং আবেদন করে রিফিউজ্ড হয়েছেন ; তাহলে আমাদের এক্সপার্ট টিমের সাথে কনসাল্ট করে পরবর্তী আবেদনের জন্য নিজেকে প্রস্তুত করুন | যে কোনো পরামর্শ দিতে আমরা প্রস্তুত | — শা অ্যাডমিন ম্যানেজার

এপয়েন্টমেন্টের জন্য এসএমএস করুন এই নম্বরে : 01750037772

আপনার রিফিউজাল লেটারটি পাঠান এই ইমেইল আইডিতে : [email protected]

[ বি-দ্রঃ: আমাদের সঙ্গে সাক্ষাতের জন্য মাল্টিপল ওয়েতে ট্রাই করবেন | ] 

Leave a Comment