কংগ্র্যাচুলেশন্স মিসেস ফারজানা শেলী | জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে শেলী ম্যাডামের পরবর্তী ডেস্টিনেশন ছিল কানাডায় গিয়ে মাস্টার্স করা | সেই স্বপ্ন ও মনের একান্ত ইচ্ছা শেয়ার করতে চলে এলেন আমাদের কর্পোরেট অফিসে | কথা শেয়ার করলেন আমাদের সিনিয়র ভিসা কনসালটেন্ট বাপন সাহা স্যারের সাথে | ম্যাডামের একটাই অনুরুধ এবং ইচ্ছে ছিল, তিনি যেন প্রিয় হাজব্যান্ড ও ভালবাসার ধন সন্তানকে একসঙ্গে নিয়েই যেতে পারেন | বাপন স্যার পুরো কথা কেয়ার করে প্রমিজ করেছিলেন ….সবার একসঙ্গে যাওয়া হবে | কারণ, শা এসোসিয়েটস তার সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করে , কথা দিয়ে কথা রাখার | কারণ, এটা আমাদের বিজনেসের জায়গা থেকে একটা ম্যাক্সিমাম প্রত্যাশা | বাপন স্যার শেষ পর্যন্ত্য কথা রেখেছেন |
কানাডার দ্যা ইউনিভার্সিটি অফ উইন্ডসরে মাস্টার্স অব ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে ম্যাডাম শেলী এখন কানাডার উইন্টার উপভোগে ব্যস্ত | আমরা একটা বিষয় সবাইকে পরিষ্কার করে বলতে চাই, যে কোনো ফাইল আমাদের কাছে জমা হলে কিংবা ওপেন হলে , আমরা সর্বতোভাবে চেষ্টা করি, আপনার কাজটা যেন সুন্দর হয় | আপনি যেন হাসিমুখে আমাদের অফিস থেকে গুডবাই বলে হ্যান্ডশেক করে আসতে পারেন | এটাই আমাদের প্রত্যাশা ও সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি | — শা অ্যাডমিন ম্যানেজার