একটি নাম আব্দুল্লাহ | সামনে পিছনে আর কিছু নেই | শা এসোসিয়েটসের সাথে জার্নিটা শুরু হয়েছিল গতবছর ফেব্রুয়ারিতে | যাঁরা শা এসোসিয়েটস অফিসে ফাইল ওপেন করেই স্ট্যাটাস জানার জন্যে, ভিসার খবর কি, এতো দেরি হচ্ছে কেন, কবে যেতে পারবো , আপনারা কি কাজ করছেন …এইরকম অহেতুক তাগাদা দিতে থাকেন , এই পোস্ট তাদের জন্য একটা মেসেজ | আশা করছি , মনোযোগ দিয়ে পড়ে নিজের কাজের উত্তর খুঁজে পাবেন | আব্দুল্লাহ ভাই পাক্কা দেড় বছর পর কাঙ্খিত দেশের ভিসা হাতে পায়ে এখন কানাডায় | কানাডিয়ান হাইকমিশন ফাইলটি রেখে গবেষণা করতে সময় নিয়েছেন এক বছরের কাছাকাছি | এখানে শা এসোসিয়েটসের কি করার আছে ? অফার লেটার এনে জমা দিলেই দূতাবাস বা হাইকমিশন ভিসা দিয়ে দেবে, এই ভাবনা নিয়ে যারাই বসে আছেন তাদেরকে বলবো — দিবাস্বপ্ন দেখে রাত্রের ঘুম নষ্ট করবেন না | আব্দুল্লাহ ভাই প্রতিটা মুহূর্ত বুঝেছেন , একটা জার্নি কখনোই খুব বেশি রিলাক্সের হয় না | হাইকমিশন একটার পর একটা ডকুমেন্টস চেয়েছেন, আমরা দিয়েছি , অপেক্ষা করেছি | ফল শুভ হয়েছে |
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Peace And Conflict Studies বিষয়ে ব্যাচেলর অফ সোশ্যাল সাইন্স শেষ করে আব্দুল্লাহ ভাইয়ের লক্ষ্য ছিল ডিফ্রেন্ট এই বিষয়ে মাস্টার্স করলে সেটা কেবল কানাডাতেই করবো | আর সেই স্বপ্ন উড়ানের পাখায় ভর করে লক্ষ্যে পৌঁছতে হলে শা এসোসিয়েটসের বিকল্প নেই | ভাবনার সাথে স্বপ্নের সেতু বন্ধনে আমাদের কাজ সবসময় টার্গেট ওরিয়েন্টেড | কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসরে মাস্টার ইন ক্রিমিনোলজি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে আব্দুল্লাহ ভাই এখন কানাডায় | যাবার আগে শা এসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুপ্রিয় কুমার চক্রবর্তী স্যারের সাথে দেখা করে সৌজন্য ছবি তুলে গেলেন, দিয়ে গেলেন অসংখ্য ধণ্যবাদ | আমরা তাতেই খুশি |
আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন আমাদের ডাইনামিক সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যার | তাঁর অসম্ভব ধৈর্য্য ও সহযোগিতা আশা করছি চট্টগ্রামের ছেলে আব্দুল্লাহ ভাই আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবেন | শা এসোসিয়েটস যে কোনো ছাত্র-ছাত্রীর স্বপ্ন পূরণে আপ্রাণ চেষ্টা করে , এটা আমাদের কাজের জায়গা থেকে একটা কমিটমেন্ট ও বিবেকের কাছে থাকা ওয়াদা | — শা অ্যাডমিন ম্যানেজার
আল-আমিন স্যারের কাছে নেক্সট ইনটেক জানুয়ারী সেশনে ভিসার জন্যে সকল ধরণের সাপোর্ট এবং পরবর্তী সেশন মে’২০২২ ইনটেকে ভর্তি ও ভিসার সার্বিক সহযোগিতা পেতে এক্ষুনি কল করুন এই হোয়াটস্যাপ নম্বরে : 01755227766 অথবা স্যারের ইমেইলে সকল কাগজপত্র পাঠান [email protected]