কংগ্র্যাচুলেশন্স ইফতেখার হোসাইন সুজন | কৃষি প্রধান দেশ বাংলাদেশ | আর সেই দেশের একমাত্র কৃষিবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ” Bangladesh Agricultural University ” থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ইফতেখার ভাই প্ল্যান করলেন , নর্থ আমেরিকার এগ্রিকালচার টেকনোলজি অর্জন করে সেই জ্ঞান কিভাবে বাংলাদেশের মাটি ও মানুষের সাথে কাজে লাগানো যায় ? সেই চিন্তা আর ভাবনার পুরুপুরি সমন্বয় করতে উনি চলে এলেন আমাদের কর্পোরেট অফিসের সিনিয়র কনসালটেন্ট মো: আল-আমিন স্যারের কাছে | কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন এগ্রিকালচার সাইন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে সুজন ভাই এখন তাঁর ভবিষ্যত কৃষিপ্রধান দেশ কানাডায় | সোনার মাটি আর সোনার বাংলায় সুজন ভাইয়ের শিক্ষা কোটি কোটি কৃষকের জন্যে বয়ে আনুক সোনালী বার্তা , সেই শুভ কামনায় | — শা অ্যাডমিন ম্যানেজার
আল-আমিন স্যারের কাছে নেক্সট ইনটেক জানুয়ারী সেশনে ভিসার জন্যে সকল ধরণের সাপোর্ট এবং পরবর্তী সেশন মে’২০২২ ইনটেকে ভর্তি ও ভিসার সার্বিক সহযোগিতা পেতে এক্ষুনি কল করুন এই হোয়াটস্যাপ নম্বরে : 01755227766 অথবা স্যারের ইমেইলে সকল কাগজপত্র পাঠান [email protected]