L O A D I N G

UBC-র অ্যাপ্লায়েড সাইন্স ফ্যাকাল্টিতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি নিতে শাফিন গতকালই ল্যান্ড করলো স্বপ্নের ভূমিতে !

কংগ্র্যাচুলেশন্স শাফিন খান | ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসরা সবসময় দূরদর্শী চিন্তাভানার মধ্যে বেড়ে উঠে | উচ্চশিক্ষা নেবার জন্যে তাদের প্রথম টার্গেট আমেরিকা, কানাডা , অস্ট্রেলিয়া কিংবা ইউকে | ঐসব দেশের একটা ব্যাচেলর ডিগ্রি মানে হলো নিজেকে সময়মতো একটা জায়গায় পৌঁছে দেওয়া | এখন অবশ্য ইউরোপের কিছু দেশে যাওয়ার ট্রেন্ডও চালু হয়েছে | আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা যত বিদেশমুখী হবে, ততই আমাদের শিক্ষাব্যবস্থার মধ্যে প্রচলিত আদ্যিকালের ধ্যানধারণার আমূল পরিবর্তন আসবে | কারণ, শিক্ষাই জাতির মেরুদন্ড |

স্কলাস্টিকার ছাত্র শাফিন লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা-করিকুলার এক্টিভিটিসজে নিজেকে সবসময় ব্যস্ত রেখেছে | বিশ্বের অনেক দেশ ঘুরেছে সেই সুবাদেই | আসলে ঘরের অভিভাবকরা যদি উদার মনের ও ডাইনামিক চিন্তাধারনা পোষণ করেন, তাহলে সন্তানরা দ্রুত তাদের লক্ষ্যে পৌঁছতে পারে | শাফিন সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে | কানাডার টপ রেঙ্কিং ছয়টি বিশ্ববিদ্যালয় থেকে ( UofT, UBC, Carleton, UofOttawa, York and UofAlberta ) অফার লেটার আনার পর শাফিন ও আমাদের সিইও স্যার ফাইনালি ডিসিশন নিলেন , একটু ট্রপিকেল ওয়েদার লাভারদের চোখ বন্ধ করে ব্রিটিশ কলাম্বিয়াতেই যাওয়া উচিত | তাই দ্যা ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া হচ্ছে শাফিনের পরবর্তী সেকেন্ড হোম পাক্কা চার বছরের জন্য প্লাস ওয়ার্ক পার্মিট তিন বছর , একেবারে পি-আর কার্ড নিয়ে বের হওয়া পর্যন্ত্য |

UBC-র অ্যাপ্লায়েড সাইন্স ফ্যাকাল্টিতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি নিতে শাফিন গতকালই ল্যান্ড করলো স্বপ্নের ভূমিতে | শাফিন খুশি তো আমরা খুশি | — শা অ্যাডমিন ম্যানেজার

সিইও স্যারের সঙ্গে কথা বলতে ও নেক্সট ইনটেক স্প্রিং-২০২২ ( মে সেশন ) সেশনে ফাইল জমা দিতে এক্ষুনি যোগাযোগ করুন : 01755227766 ( via WhatsApp only ) OR আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠান [email protected] এই ইমেইল আইডিতে |

Leave a Comment