আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা প্রথমবার কোনো কারণ ছাড়াই অহেতুক রিফিউজ্ড হয়েছেন | দ্বিতীয়বার যখন আবেদন করতে হয়, তখন সেই প্রথমবারের কারণগুলোকে হাইলাইট করে ভিসা অফিসার বরাবর যে চিঠি লিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কনভিন্স করা সম্ভব , সেই চিঠিটিকে আমরা বলি ” কভার লেটার ” | এই কভার লেটারের উপর আপনার দ্বিতীয়বার ভিসা আবেদনের ৫০% সম্ভাবনা নির্ভর করে | সুতরাং, একটি যৌক্তিক কভার লেটার লেখার সময় আপনাকে অবশ্যই অনেক টেকনিক , ডাইনামিক , লজিকেল গ্রাউন্ড , P2P ( পয়েন্ট টু পয়েন্ট ) বিষয় নিয়ে এক পাতার মধ্যে তা লিখতে হবে |
আপনার সময়ের চেয়ে ভিসা অফিসারের সময়ের মূল্য একশো গুন্ বেশী , কথাটা মনে রাখবেন | এমন কোনো লাইন , বাক্য , ওয়ার্ড , কোটেশন , উদাহরণ ব্যবহার করবেন না ; যা পড়ে ভিসা কনসুলার বিরক্ত হতে পারেন; কিংবা আপনি উনাকে জ্ঞান দিচ্ছেন সেটা প্রকাশ পায় | একটি ইউনিক কভার লেটার কিভাবে লিখতে হবে……. সেটার আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত থাকছে পরবর্তী পোস্টে | চোখ রাখুন , অপেক্ষায় থাকুন | — শা অ্যাডমিন ম্যানেজার