L O A D I N G

আপনি কেন একজন সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট বা অফিসিয়াল এডুকেশন এজেন্টসের কাছে যাবেন ?

এডুকেশন একটি জাতির মেরুদন্ড | সেই এডুকেশনের মধ্যেও আবার ভাগ রয়েছে | বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন, তাহলে এক দেশ থেকে আরেক দেশে স্টুডেন্টস এক্সপোর্ট বা এক্সচেঞ্জ প্রোগ্রাম সেটাও এক ধরণের এডুকেশন | আমরা যাকে বলি এডুকেশন রিক্রুটমেন্ট | আন্তর্জাতিক অঙ্গনে যার প্রফেশন হচ্ছে এডুকেশন কাউন্সেলর, এডুকেশন এজেন্ট অথবা উচ্চশিক্ষা বিষয়ক কনসালটেন্ট | সমগ্র বিশ্বে এই পেশা নিয়ে রয়েছে সুবিশাল এক নেটওয়ার্ক | রয়েছে অনেক আন্তর্জাতিক সংগঠন | যেমন, ICEF, NAFSA, PIER, QISAN, CIEC, Education New Zealand, AIRC etc. | তার মধ্যে যে অর্গানাইজেশনটি এই পেশার কন্সাল্টেন্টদেরকে নানা কোর্স ও পরীক্ষার মাধ্যমে স্বীকৃতি দিয়ে থাকে , PIER তার মধ্যে অন্যতম | ICEF or PIER-এর কাছে চারটি ক্যাটাগরিতে এখন অফিসিয়াল কনসালটেন্ট হচ্ছেন ১২,২৯৭ জন | সমগ্র বিশ্বে সার্টিফাইড এজেন্ট রয়েছেন প্রায় দেড় লাখের উপর | এবার আসুন , কোন ক্যাটাগরিতে বাংলাদেশের কতজন সার্টিফাইড কনসালটেন্ট আছেন , জেনে নেওয়া যাক |

( ITAC- ICEF Trained Agent Counselors ) কনসালটেন্ট হচ্ছেন মোট ২৬ জন, তার মধ্যে শা এসোসিয়েটসের ৬ জন |
CCG- কানাডা কোর্স গ্র্যাজুয়েট কনসালটেন্ট হচ্ছেন মোট ২০ জন , তার মধ্যে শা এসোসিয়েটসের ৪ জন |
QEAC- কোয়ালিফাইড এডুকেশন এজেন্ট কাউন্সেলর হচ্ছেন মোট ৩৫ জন , তার মধ্যে শা এসোসিয়েটসের ২ জন |
USCG- আমেরিকান কোর্স গ্র্যাজুয়েট হচ্ছেন মোট তিনজন , যেখানে আমাদের কেউ নেই | তবে শীঘ্রই আমাদের কন্সাল্টেন্টদের দেখতে পাবেন | তবে NAFSA-র F1 ভিসা সংক্রান্ত একমাত্র সার্টিফাইড কনসালটেন্ট হচ্ছেন আমাদের সিইও |

এডুকেশন নিউজিল্যান্ডের এজেন্ট কাউন্সেলর হচ্ছেন মোট ৪ জন , তার মধ্যে শা এসোসিয়েটসের ২ জন |
অস্ট্রেলিয়ার উপর স্পেশাল কোর্স ( AUSSIE ) অসি স্পেশালিস্ট হচ্ছেন মাত্র দুইজন , সেই দুইজনও আমাদের শা এসোসিয়েটসের |

অতএব, এই প্রফেশন নিয়ে যে সকল অর্বাচীন মূর্খ অল্পশিক্ষিত জ্ঞানপাপী অনলাইনে অফলাইনে খিস্তি খেউর করেন , তাদেরকে বলবো — প্রচুর পড়াশোনা করেন , জ্ঞান অর্জন করেন | এইসকল সনদ নিতে একেকজন কন্সাল্টেন্টকে পে করতে হয় ৩৫০ মার্কিন ডলার থেকে ৪৫০ ডলার | প্রচুর পড়াশোনা করে ওয়েবকেমে একটানা দেড় ঘন্টা পরীক্ষা দিয়ে তারপর এইসকল সনদ অর্জন করতে হয় | সুতরাং , কোনো প্রফেশন বা এডুকেশন এজেন্টস নিয়ে মন্তব্য করার আগে ভালো করে স্টাডি করে নিবেন | অন্যথা বিপদে পড়বেন, সমাজের কাছে নিজের কাছে হাসির পাত্র হয়ে থাকবেন |

আপনার বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো সৎ পরামর্শ , সঠিক গাইডলাইন ও পারফেক্ট ওয়ে পাবার জন্যে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ এডুকেশন এজেন্ট বা কনসালটেন্টের পরামর্শ নেওয়া উচিত | নিজেকে অতি পন্ডিত না ভাবাই ভালো | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment