আমাদের পোস্ট দেওয়ার পর উপরে উল্লেখিত ফোরামের ওয়েবসাইট পেইজে আমূল পরিবর্তন আনার জন্যে উক্ত ফোরামের সাথে সংশ্লিষ্ট অ্যাডমিন ও কর্তৃপক্ষকে শা এসোসিয়েটসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা | তারা ওয়েবসাইট আপডেট করার জন্যে পোস্টও দিয়েছেন | সেইসঙ্গে ঢালাওভাবে সকল এজেন্সিকে দোষারোপ না করে বোল্ড করে যে লিখে দিয়েছেন but NOT all are fraudulent….. সেই শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য আবারো ধন্যবাদ | উক্ত ফোরামের পেইজে ” দালাল ” শব্দটি উঠিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আবারো ধন্যবাদ যে, সঠিক সময়ে তারা শুভবুদ্ধির যথার্থ প্রয়োগ দেখিয়েছেন | দেশের কোনো বিজনেসকে আপনি এই ভাষায় সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করতে পারেন না, এই অধিকার আপনাকে কেউ দেয়নি | নিজেকে চালাক ভাবা ভালো , তাই বলে পরকে বোকা ভাবা ঠিক নয় !!বাংলাদেশের বাইরে সকল ধরণের ভুয়া , নাম-ঠিকানাবিহীন , ফেসবুকনির্ভর পেইজ তথাকথিত সার্ভিসের নামে ফোরাম খুলে যারা এইসকল অনৈতিক কর্মকান্ড চালাচ্ছেন , আমরা আশা করবো তারা তাঁদের সার্ভিসে আমূল পরিবর্তন আনবেন | ভাষা , শব্দ , বাক্য ব্যবহারে ও সার্ভিসের নিয়ম-কানুনে সংযত আচরণ করবেন | নিজেদের ওজন ও অভিজ্ঞতার লেভেল বুঝে কথা বলবেন | সরকারি অনুমোদনহীন ( কানাডা এবং বাংলাদেশ ) তথাকথিত ফ্রি সার্ভিসের নামে সকল ফোরামের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ( Digital Security Act 57/2019 ) চলমান রাখতে আমরা সকলের সাথে একসঙ্গে কাজ করতে চাই | সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য | — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen