L O A D I N G

ঢাকা শহরে ভালবাসা উড়ে : ২৩ বছরের অভিজ্ঞতা

দেখতে দেখতে শা এসোসিয়েটস ২৩ বছর শেষ করে চব্বিশে পা রাখলো আজকে | পরিপূর্ণ যুবক , সামনে এগিয়ে চলার দৃঢ় মনোবলের এক লড়াকু সৈনিক | দক্ষ অভিজ্ঞ চৌকষ সুশিক্ষিত ডাইনামিক একদল টগবগে তারুণ্যের ছুটে চলার প্রকাশ | আমি যখন ঢাকা শহরে পা রাখি , তখন লোকে বলতো — ঢাকা শহরে নাকি টাকা উড়ে | আমি এই কথাটার সাথে একমত নই, আমি মনে করি বিদ্যা- বুদ্ধি- টাকা ; তিনে মিলে ঢাকা | আর সেই ঢাকা শহরে টাকা নয়, ভালবাসা উড়ে বেড়ায় | আমার তেইশ বছরের অভিজ্ঞতা সেইরকম কথাই বলে | আমরা সবসময় মনে করেছি , আমাদের চারপাশে যাঁরা আছেন , যাঁরা আমাদের বিজনেস পার্টনার , একই ঘরানার বিজনেস ফ্রেন্ড , আমাদের ছাত্র-ছাত্রী , অভিভাবক , শুভানুধ্যায়ী সকলেই আমাদেরকে অনেক ভালবাসেন | আর এই ভালবাসার কারণেই আমরা আজকে এতদূর আসতে পেরেছি | এই তেইশ বছরের মধ্যে কত ফার্ম বন্ধ হয়ে গেছে , নিশ্চয় কম-বেশী সকলেরই জানা | মিডিয়ার কল্যানে এখন আর কোনোকিছুই ঢেকে রাখার নয় | কিন্তু শা এসোসিয়েটস টিকে আছে তার গৌরবোজ্বল ভূমিকা নিয়ে |

সাফল্যের পাশাপাশি ব্যর্থতা যেমন আছে , তেমনি আমাদের ঝুলিতে আছে প্রিয় স্টুডেন্টসের কাজ করতে না পারার কষ্ট , আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীদের স্বপ্নভঙ্গের বেদনামাখা মুখ , আছে নানান তিক্ত অভিজ্ঞতার কথাও | সব মিলিয়েই একটি প্রতিষ্ঠান | আমাদের অনেক না বলা গল্প , দুঃখ ও কষ্টের কথাগুলু ভালবাসার পুরস্কার হিসেবেই তোলা থাক আমাদের সুখের সিন্দুকে | তেইশ বছরের পথচলায় আমরা আমাদের সকল বিজনেস পার্টনার , বন্ধু , একই ট্র্যাকের বিজনেস ফ্রেন্ডের সবার অফুরন্ত শ্রদ্ধা , সন্মান ও ভালবাসা পেয়েছি বলেই এই সেক্টরে সম্মানের সাথে বিজনেস করে যাচ্ছি , সেইজন্য আমরা সকলকে জানাই আমার টিমের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা , ভালবাসা ও শ্রদ্ধা | আগামী দিনগুলোতে আমরা যেন আরো সুন্দরভাবে সকলের সঙ্গে সুসম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে উক্ত প্রতিষ্ঠানটির পঞ্চাশ বছর গোল্ডেন জুবিলী পালন করতে পারি , সেই আশা ব্যক্ত করেই এই ধন্যবাদ জ্ঞাপন পোস্টের সমাপ্তি টানছি |

ভালবাসায় এগিয়ে যেতে চাই ……! ভালবাসায় বাঁচুন, ভালবাসায় রাখুন | — সুপ্রিয় কুমার চক্রবর্তী , সিইও

Leave a Comment