L O A D I N G

ম্যাকগিল ইউনিভার্সিটিতে ভর্তি ও ভিসা প্রাপ্ত স্টুডেন্ট আফনান ওয়াহিদ আহমেদ!

আমরা এবার ধারাবাহিকভাবে প্রকাশ করবো…. যে সকল ছাত্র-ছাত্রীরা আমাদের মাধ্যমে কানাডার টপ রেঙ্কিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ও ভিসা পেয়ে বর্তমানে কানাডায় অবস্থান করছেন , তাদের সাফল্যের গল্প | সেইসঙ্গে শেয়ার করবো , শা এসোসিয়েটসের সাথে জার্নির সুন্দর অভিজ্ঞতার কথা | আজকে প্রথমেই ম্যাকগিল ইউনিভার্সিটিতে ভর্তি ও ভিসা প্রাপ্ত স্টুডেন্ট আফনান ওয়াহিদ আহমেদকে নিয়ে |

ঢাকার খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুল ” মাস্টারমাইন্ড “-এর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আফনান | ইংলিশ মিডিয়ামে পড়া স্টুডেন্টসদের বেশীরভাগ গন্তব্য কানাডা , অস্ট্রেলিয়া নয়তোবা আমেরিকা | ও’লেভেল এন্ড এ’লেভেল শেষ করে আফনান সময়মতো করে ফেললো IELTS | স্কোর তুললো 8.5 | ইংলিশ মিডিয়ামে পড়লেই যে IELTS করতে হয় না , সেটা ভুল | আমাদের মাতৃভাষা বাংলা , অতএব IELTS এর চারটি মডিউলে দক্ষতাই প্রমান করে , আপনি সত্যি সত্যি ইংরেজিতে পারদর্শী কিনা ? আফনানের ইচ্ছে , একজন দক্ষ প্রকৌশলী হওয়া ! সেই স্বপ্ন নিয়ে আফনান তার বাবা-মাকে নিয়ে আসলেন শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসে | কথা বললেন আমাদের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যারের সাথে |

একজন অভিজ্ঞ ক্যারিয়ার কনসালটেন্ট-ই কেবল পারেন, একজন স্টুডেন্টসের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সবরকম হেল্প করতে | পুরো ব্যাপারটাই হলো শিক্ষার বিষয় , দক্ষতার বিষয় | ম্যাকগিল ইউনিভার্সিটিতে ভর্তি ও ভিসা করিয়ে দিতে পেরে শা এসোসিয়েটসকে ধন্যবাদ জানাতে ভুলেনি আফনান | আমরা তার সার্বিক সাফল্য কামনা করছি | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment