বিয়ানীবাজার , সিলেটের একটি বিশেষ শহর, একটি পরিচ্ছন্ন উপজেলা | বিশেষ বলার কারণ, আমাদের অভিজ্ঞতায় মনে হয়েছে .. বিয়ানীবাজারের ঘরে ঘরে কেউ না কেউ বিদেশে থাকে | হয় সেটা লন্ডন, আমেরিকা , ফ্রান্স, জার্মানি , জাপান, দক্ষিণ কোরিয়া , দক্ষিণ আফ্রিকা , রাশিয়া নয়তো কানাডা | একজন না একজন আছেই | সারা বাংলাদেশে সিলেটিদের কমিউনিটি অনেক স্ট্রং | বিয়ানীবাজারের মানুষ বলতে পারবে শুধু কানাডাতেই বোধহয় আমরা পাঠিয়েছি দুইশর মতো স্টুডেন্টস | ধনে-ধান্যে , সম্পদে ভরপুর শহরের নাম বিয়ানীবাজার | শুধু তাই নয় , বিয়ানীবাজারের মানুষ অতি চমৎকার , আন্তরিক , অমায়িক, বন্ধুবৎসল , পরোপকারী ও সুন্দর মনের অধিকারী | কাউকে খুশি করবার জন্যে এটা বলছি না | বাংলাদেশের বেশীরভাগ মানুষই সহজ-সরল , আন্তরিক ও ভালবাসায় মমতায় পরিপূর্ণ নাগরিক | শুধু পরিবেশের কারণে মেলে ধরতে পারেন না | সিলেটের মানুষজন একটু বেশি আবেগী , অতিথিপরায়ণ ও ধর্মভীরু | তারা কেহই ধর্মান্ধ নন | এটাই সবচেয়ে পজিটিভ দিক |
তেমনি একজন স্টুডেন্ট মো: জহির উদ্দিন | ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস স্টাডিস শেষ করে জহির ভাইয়ের স্বপ্ন …কানাডার ম্যাপেললিফ গাছের নিচে বসে সিলেটের চা খাওয়া আর সেইসঙ্গে নিজের ক্যারিয়ার , ফিউচার , বিজনেস নিয়ে ভাবা | অনেক প্ল্যান মাথায় নিয়ে জহির ভাই সোজা চলে এলেন সিইও স্যারের কাছে | টরোন্টোর হাম্বার কলেজে গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পিজিডি করতে জহির ভাই গতকালই পৌঁছে গেলেন কানাডার মাটিতে | মনের ইচ্ছা , আগ্রহ , স্বপ্ন , উদ্যেশ্য যদি সৎ ও সুন্দর হয়, তাহলে ঈশ্বর কারো স্বপ্নই অপূর্ণ রাখেন না | স্পষ্ট কথা হচ্ছে …যাঁকে বিশ্বাস করে আপনি আপনার স্বপ্নের জাল বুনবেন , তাঁকে পুরুপুরি ১০০% বিশ্বাস করবেন | তাহলে ঠকবেন না | আমাদের কাছে আসা বিয়ানীবাজারের ৯৯% মানুষের স্বপ্নই পূরণ হয়েছে শা এসোসিয়েটসের মাধ্যমে | এটা আমাদের জন্যে অনেক বড় পাওনা | অসম্ভব ভালো মনের ছেলে জহির ভাই সহ ওই শহরের সব মানুষকে শা টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা | — শা অ্যাডমিন ম্যানেজার
সিইও স্যারের সাথে সরাসরি সাক্ষাতের জন্য এপয়েন্টমেন্ট করুন এই হোয়াটস্যাপ নম্বরে কল করে .01755227766 অথবা আপনার সকল ডকুমেন্টস পাঠান এই ইমেইল আইডিতে : [email protected]