L O A D I N G

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর অনার্স সম্পন্ন করা সীমান্তদাকে কানাডার দ্যা ইউনিভার্সিটি অব উইন্ডসর অফার লেটার দিলেন ইলেক্ট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স করতে!!

কংগ্র্যাচুলেশন্স সীমান্ত দাস | সেইসঙ্গে আমাদের আন্তরিক ধন্যবাদ রইলো বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি, যারা সীমান্তের মতো স্টুডেন্টসকে তৈরী করেছে শিক্ষার জন্যে দেশের এক সীমান্ত থেকে আরেক সীমান্তে ছুঁটে যাওয়ার জন্যে | আমরা আরো ধন্যবাদ দিতে চাই সীমান্ত দাসের শ্রদ্ধেয় বাবা-মাকে, যাঁদের সঠিক গাইডলাইন , কেয়ারিং ও ইন্সপিরেশন সীমান্তদার মতো ছেলেরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নিজেকে তুলে ধরে আপন দক্ষতায় , স্বমহিমায় উজ্জ্বল করেন সকলকে |

স্বপ্ন ও উচ্চাশার সেতু তৈরী এতো সহজ কাজ নয় , যেমন সহজ নয় স্বপ্নের পদ্মা সেতু তৈরী করা | সীমান্তদার নতুন স্বপ্ন —- মাস্টার্স ডিগ্রি ইন কানাডা | আর সেই কাজটি সুসম্পন্ন করতে সীমান্তদা ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিলেন আমাদের ভিসা কনসালটেন্ট বাপন সাহাকে | ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর অনার্স সম্পন্ন করা সীমান্তদাকে কানাডার দ্যা ইউনিভার্সিটি অব উইন্ডসর অফার লেটার দিলেন ইলেক্ট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স করতে ; আর সিঙ্গাপুরস্থ কানাডিয়ান হাইকমিশন সীমান্তদকে ভিসা প্রদান করে প্রমান করলেন…….কোয়ালিটি স্টুডেন্টসদের জন্যে বিশ্বের দরজা খোলা | সীমান্ত দাস তার উদাহরণ | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment