বাংলাদেশে বেসরকারি ইউনিভার্সিটির পথিকৃৎ বলা যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে | সেই নর্থ সাউথের প্রতিটি ফ্যাকাল্টির বিল্ডিং যদি কথা বলতে পারতো ….তাহলে শা এসোসিয়েটসের নাম বলতো শুধু আমাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্যে | কারণ , অফিসিয়ালি কখনোই আমরা নর্থ সাউথ থেকে রিকোগনিশন বা এপ্রিসিয়েশন লেটার পাবো না | এটা পাওয়ার কথাও না ! নর্থ সাউথের প্রায় ২০০ ( দুইশ ) স্টুডেন্টস হবে, যাঁরা আমাদের মাধ্যমে প্রসেস করে ভিসা নিয়ে আজকে কানাডা ও আমেরিকায় সুপ্রতিষ্ঠিত | সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা |
সেই স্বপ্ন উড়ানের গল্পের ধারাবাহিকতায় আরেকজন নতুন মুখ তারেক খান | EEE- থেকে অনার্স শেষ করে তারেক ভাইয়ের পছন্দ কানাডার দ্যা ইউনিভার্সিটি অব উইন্ডসর | ইলেক্ট্রিকেল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স করতে তারেক ভাই এখন উইন্ডসরে যাওয়ার প্রস্তুতিতে | পুরো প্রক্রিয়ায় আমাদের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যার যেন উইন্ডসরের সেই দরজা খুলে দেবার চাবি | আশা করছি , উইন্ডসরের ক্যাম্পাসে ফ্রেশ উইন্ডো খুলে তারেক ভাই সুন্দর আকাশ উপভোগ করবেন শীঘ্রই | — শা অ্যাডমিন ম্যানেজার