L O A D I N G

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আমরা অনেক পোস্টেই লিখেছি , টিউশন ফি কোনো কনসালটেন্সি ফার্মে জমা দিবেন না | এই কাজ আপনি ব্যাংকের মাধ্যমে করবেন | বৈদেশিক মুদ্রা বিনিময় লেনদেন আইন অনুযায়ী এটা একটা মারাত্মক অপরাধ | আপনি না জেনে না বুঝে অনৈতিক বোকার মতন এই কাজে যদি সাপোর্ট বা সম্মতি দিয়ে থাকেন এবং পরবর্তীতে কোনোরকম ক্ষতিগ্রস্ত হন , তাহলে আইন আপনাকে ছাড়বে না | কানাডা , আমেরিকা বা অস্ট্রেলিয়ার প্রত্যেকটি কলেজ এবং বিশ্বাবিদ্যালয় তাদের অফার লেটারে পরিষ্কার ভাষায় টিউশন ফি পাঠানোর জন্য ব্যাংকের ডিটেইলস দিয়ে থাকে , উল্লেখ করা থাকে | আপনি অফার লেটার , অরিজিনাল পাসপোর্ট , আপনার অরিজিনাল এডুকেশনাল ডকুমেন্টস , ছবি , আপনার অভিভাবকের ইনকাম সংক্রান্ত কাগজ নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যাবেন ; টাকা পাঠাবেন , দুইদিন পর ব্যাঙ্ক থেকে সুইফট কপি বুঝে নিবেন | সেই কপি ইমেইল করে আপনার পছন্দের ভর্তি কলেজ বা ভার্সিটিতে পাঠিয়ে দিবেন | এটা একটা সহজ ও বৈধ প্রক্রিয়া | বাংলাদেশের কোনো এজেন্সির টিউশন ফি রাখার কোনো ক্ষমতা নেই , কেউ রাখতে পারে না || যদি আপনি কোনো অফিসে সেটা রেখে থাকেন; কালকেই সেই টাকা বুঝে নিন ! আপনার ভর্তি হওয়া কলেজ বা প্রতিষ্ঠানে ইমেইল করে বিস্তারিত জানান | অফার লেটারে খেয়াল করে পড়ুন , আপনাকে আদৌ টাকা পাঠাতে বলেছে কিনা ? মনে রাখবেন , ই-কমার্স ও সুপার্ব আইটি টেকনোলজির যুগে এখন ফাঁকিঝুকি মিথ্যা কথা বলে প্রতারণা করার কোনো সিস্টেম নেই | আপনাকে বোকা বানানোর জন্য কিছু ফার্ম সিস্টেম তৈরী করেছে | সাধু সাবধান , সতর্ক হউন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment