লবন ছাড়া তরকারি যেমন অখাদ্য , পোশাক ছাড়া মানুষ যেমন বন্য , ফুল ছাড়া বাগান যেমন বেমানান…….ঠিক তেমনি IELTS ছাড়া ইংলিশ টেরিটরি কান্ট্রি কানাডাতে পড়তে যাওয়া নিছক একটা বোকামি | এবং পুরোটাই প্রতারণা , নিজের কাছে | ইংলিশের প্রতি আমাদের ভীতির দুর্বলতা আছে বলেই কিছু এজেন্সি IELTS ছাড়া ভর্তি ও ভিসা সম্ভব বলে বিজ্ঞাপন দেয় এবং নিজেদের লোকজন এনে অন্যের পাসপোর্ট হাতে ধরিয়ে দিয়ে বলে , আমি IELTS ছাড়া ভিসা পেয়েছি | অনেকে আবার রসিয়ে রসিয়ে গল্প বানিয়ে ভিডিও তৈরী করে ফেসবুকে আপলোড করে | সব নাটকই কিন্তু শা এসোসিয়েটস বুঝে !! সবাইকে বোকা বানাতে পারলেও আমাদেরকে বেকুব বুদ্ধু বানানো এতো সহজ কম্মো নয় জনাব ! দুনিয়াটা চড়িয়ে সব তেলেসমাতি ক্যারিশমাটিক কাজ-কারবার দেখে আমরা এখন ঢাকা শহরে খোদ বাংলাদেশে বসে আছি | সো , এইসব গল্পে নাটকে ভিডিওতে আমাদের ইনোসেন্ট বিদেশ পাগল ছাত্র-ছাত্রী অভিভাবক গলে যেতে পারে , আমরা না | আমরা একটা কথাই বলবো , IELTS ছাড়া কানাডা কিংবা আমেরিকাতে যাওয়ার চিন্তা মাথাতেই আনবেন না | বিদেশে উচ্চ শিক্ষা কিংবা যাওয়া যদি এতই সস্তা হতো , তাহলে প্রতি বছর বাংলাদেশের পাবলিক এন্ড প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এতো কম্পিটিশন হতো না ; ফার্মগেট-গুলিস্তান-মহাখালী-সায়েদাবাদে-সদরঘাটে এতো লোকের ভিড় থাকতো না | বিভিন্ন রাজনৈতিক দলের জনসভায় এতো আকামের লোক হতো না | আশা করছি , IELTS ছাড়া ভর্তি ও ভিসার ইস্যু ক্লিয়ার !! —- শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen