ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অহেতুক ইস্যুতে লেখালেখি করে , কমেন্টস না দিয়ে , অযথা বাক-বিতণ্ডায় না জড়িয়ে বইয়ের মাঝে ডুবে থাকুন | প্রয়োজনে যে কোনো লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটান | বই কিনে সেই বই নিয়ে রিভিউ লেখে পত্রিকা অফিসে পাঠান | ফ্রিলান্সিঙের একাউন্ট খুলে আপনার প্রতিভা ক্যালিবার বিক্রি করে অর্থ উপার্জন করুন | মনে রাখবেন, ভাস্কর্য্য , মূর্তি , হালাল , হারাম , হিন্দু , মুসলিম, ভারত , ইসরাইল কোনো ইস্যুই কিন্তু আপনাকে ভাত দেবে না | আপনি আপনার কাজ করুন | আপনি যখন বিপদে পড়বেন , সবার পিছনে পড়বেন এই ফেসবুকের দেয়ালে ঝড় তোলা অল্পবিদ্যা ভয়ঙ্করী বন্ধু-বান্ধব , কোনো দলের নেতা-ফেতা কাউকেই খুঁজে পাবেন না | কোনো ইস্যুই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না | নিজের বুঝটা আগে বুঝুন | যেটা আপনার কাজ নয়, সেটা নিয়ে এক মিনিট সময়ও ব্যয় করবেন না | ভালো থাকুন | — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen