ফেসবুক খুললেই কানাডায় ইমিগ্রেন্ট ভিসা নিয়ে চটকদার বিজ্ঞাপন | যে লোক এখনো নেপাল ভ্রমণ করে নাই , সেই লোক ফেসবুকে অফিস খুলে মানুষকে স্বপ্ন দেখায় ,কানাডায় সপরিবারে মাইগ্রেশনের | তাও আবার IELTS ছাড়া , এইচএসসি পাশ , এক বছরের চাকুরীর অভিজ্ঞতা হলেই চলবে | অন্যদিকে দিনমজুর , কারখানার শ্রমিক , কারওয়ান বাজারের মাছ বিক্রেতা , ক্ষেত-খামারের কৃষক সকলের জন্য নাকি কানাডা সরকার দরজা খুলে দিয়েছে ; এটাই নাকি আখেরি সুযোগ ! শিক্ষিত অশিক্ষিত সকলকে নিয়ে তামাশার দোকান খুলে বসেছে কিছু টাউট | তার সঙ্গে যোগ দিয়েছে কানাডা প্রবাসী কিছু বাংলাদেশী | বিজ্ঞাপনে একটা কানাডার ফোন নাম্বার থাকে, ওই নাম্বারে ফোন দিলে ইংলিশে কথা বলে ক্লায়েন্টস হান্ট করে , এখানে টাকা জমা দিতে বলে , কাজ নাকি ১০০% কনফার্মড | আসলে মানুষের দুর্বল পয়েন্টগুলো নিয়ে কাজ করাই কিছু দান্দালের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য | আমরা সকলকে একটা কথাই বলবো , কোনো খবরই সত্য নয়, যতক্ষণ না আপনি নিজে সচেতন হয়েছেন || আপনি নিজের চোখে কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ইংলিশে বাংলায় ট্রান্সলেট করে পড়তে পারছেন ? একমাত্র একটি রাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে যা লেখা থাকবে , সেই তথ্যটাই হচ্ছে আসল সত্য তথ্য | আপনি পড়তে না পারলে একজন ইংলিশে দক্ষ স্কুল টিচার , কলেজ টিচারের হেল্প নিতে পারেন | তাঁরা হবেন আপনার আসল কনসালটেন্ট , সঠিক তথ্যদাতা |
শা এসোসিয়েটসে আসবেন শুধুমাত্র সঠিক প্রসেসিংয়ের জন্য , কিভাবে কেমন করে ফাইলটা সাবমিট করলে ভিসা হবার সম্ভাবনা একশতে একশো পার্সেন্ট সিউর, শুধু সেই কাজটা সুন্দরভাবে করবার জন্যেই আপনি আমাদের নিকট আসবেন | আর কোন অফিস কি বিজ্ঞাপন দিলো , সেটা সত্য না মিথ্যা শুধু এটা জানবার জন্যেই আমাদের সাহায্য নিতে আসবেন | এই ডিজিটাল টেকনোলজির যুগে ভুজুং-ভাজুং তথ্য দিয়ে এখন আর কাউকে সহজেই বোকা বানানো সহজ নয় ! তারপরেও যারা ঠকেন, আমি বলবো তাঁরা অতি পন্ডিত, অতি কুতুব , অতি বুঝদার !! তাদের সঙ্গে আমাদের কোনো কথা নেই |
বিস্তারিত তথ্য ও আমাদের ক্লায়েটস লিস্ট , সাকসেস স্টোরিজ স্বচক্ষে দেখতে এপয়েন্টমেন্ট করে সময় নিয়ে আসুন | আপনার যোগ্যতা যাচাই করতে সিভি ইমেইল করুন : [email protected]
এক্সপ্রেস এন্ট্রি , মানিটোবা , সাস্কাচুয়ান , নর্দান পাইলট প্রোগ্রাম সহ যে কোনো ইমিগ্রেশনের জন্যে আমাদের দক্ষ অভিজ্ঞ কনসালটেন্টের পরামর্শ নিন | — শা অ্যাডমিন ম্যানেজার