করোনা ভাইরাসের এই দুর্যোগে আমরা খুব কাছ থেকে গভীরভাবে নানান পেশার লোকদের দ্বায়িত্ব দেখতে পাচ্ছি…. তবে এখানে আমরা কোনো পেশার লোকদের কার্যক্রম নিয়ে সমালোচনা করতে চাই না ! কিন্তু আমরা অত্যন্ত্য নির্দ্বিধায় বলতে চাই , এই দুঃসময়ে নানান প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ পুলিশ যে ভূমিকা পালন করে যাচ্ছে তা এককথায় ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে । একজন প্রকৃত মানব ও মানুষের অবয়ব নিয়ে আমাদের পুলিশ বাহিনী আমাদেরকে এই দুর্যোগে যে মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেই বাহিনীর প্রত্যেকটি অফিসার ও কর্মকর্তাদেরকে শা টিম জানাচ্ছে গ্রেট স্যালুট।
সেইসঙ্গে শা টিম আরো জানাচ্ছে , যদি বাংলাদেশ পুলিশের কোনো কর্মকর্তার কৃতি সন্তান বিদেশে উচ্চ শিক্ষার জন্যে কানাডা , আমেরিকা , ইউকে বা অস্ট্রেলিয়াতে পড়তে যেতে মনস্থির করে থাকেন, আমরা তাঁদের সকল প্রকার সার্ভিস একদম মন থেকে হৃদয় থেকে একজন বন্ধুর মতো একজন পরিবারের সদস্যের মতো পাশে থেকে সম্পূর্ণ বিনাপারিশ্রমিকে করে দিতে চাই । একজন পুলিশ যদি দিন কে রাত, রাত কে দিন মনে না করে করোনার এই দুর্যোগে আমাদেরকে সার্বিক নিরাপত্তা দিতে পারেন, সাহস দিতে পারেন , অভয় দিতে পারেন, অন্যকে শান্তি দিতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন…. আমরা তো তাঁদের জন্য সামান্য এটুকু করতেই পারি । আমাদের এই ভালবাসা নিখাদ নিঃস্বার্থ ও শ্রদ্ধায় ভরা সত্যিকারের ভালবাসার নিদর্শনস্বরূপ ছোট্ট উপহার !