অসম্ভবকে সম্ভব করাই নাকি আমাদের সিইও স্যারের চ্যালেঞ্জ … ঠিক এই কথাটাই শরিফুল ভিসা পেয়ে তার ফেসবুক টাইমলাইনে পোস্ট করে লিখে দিয়েছে । কিছু ছাত্র আছে, যাঁরা অল্পতেই খুশি হয় ; অন্যকে সন্মান দিতে জানে ও শ্রদ্ধা করে । মৌলভীবাজারের শরিফুল তার মধ্যে একজন । গ্রামের পিচ্ছিল কাদামাটিতে যার বেড়ে উঠা, সবুজ খেতে খামারে যে ছেলেটি বেড়ে উঠেছে ; সেই কিনা আজ কানাডায় যাবে উচ্চ শিক্ষা নিতে ? আসলে , মনের ভিতরে স্বপ্ন নামের পাখিটাকে যদি সঠিকভাবে লালন-পালন করা যায়, তাহলে সবই সম্ভব । শরিফুলের অসম্ভব স্বপ্নগুলোর মাঝে আমাদের কিছু করে দেখানো নেহায়েত সামান্য চেষ্টা মাত্র । দিনের শেষে শরিফুলরাই হিরো , আমরাই তাদের পথে হেটে চলি । ধন্যবাদ শরীফ ভাই , ধন্যবাদ আপনার স্কুল এবং কলেজ কে । কানাডার সেনেকা কলেজ আপনার অপেক্ষায় । গ্র্যাজুয়েশন নিতে গিয়ে কোনোভাবেই যেন বাংলাদেশের মাটি আপনার পা থেকে ঝরে না যায় …..। মনে রাখবেন, বাংলাদেশের মাটি , বড়ই পবিত্র মাটি । ভালো থাকুন ।। — শা অ্যাডমিন ম্যানেজার
আমাদের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট করুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে।
✅ হোয়াটসঅ্যাপ নম্বর: +880 1755227755