L O A D I N G

The University of British Columbia তে Master of Engineering under Leadership in Clean Energy Engineering বিষয়ে মাস্টার্স করতে প্রস্তুত সাইদুজ্জামান ভাই।

কংগ্রেচুলেশন্স এস এম সাইদুজ্জামান ভাই । আমাদের আন্তরিক ধন্যবাদ রইলো কানাডার র‌্যাঙ্কিং-এ থাকা তিন নম্বর খ্যাতনামা বিশ্ববিদ্যালয় দ্যা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াকে । আমরা আরো ধন্যবাদ দিতে চাই রুয়েট কর্তৃপক্ষকে , যাঁরা প্রপার গাইড দিয়ে একটা ভালো শিক্ষা দিয়ে সাইদুজ্জামান ভাইকে গড়ে তুলেছেন ! রুয়েট থেকে ম্যাকানিকেল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ব্যাচেলর ডিগ্রি নিয়ে সাঈদুজ্জামানের ভাইয়ের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার । সেইজন্য বেছে নিলেন কানাডার টপ ফেভারিট তালিকায় থাকা তিন নম্বর ইউনিভার্সিটিকে । Master of Engineering under Leadership in Clean Energy Engineering বিষয়ে মাস্টার্স করতে অফার দিলেন । সেই কাঙ্খিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পাওয়ার পর ভিসার প্রক্রিয়া শুরু । আমাদের কর্পোরেট অফিসের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যারের জানা আছে সকল নিখুঁত প্রক্রিয়ার আদ্যোপান্ত । মাত্র ষোলোদিনে ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি দিয়ে সাইদুজ্জামান ভাই একটা শব্দই উচ্চারণ করেছেন ” আউটস্ট্যান্ডিং ” । বাংলাদেশের প্রশাসনে ভবিষ্যৎ মেধা বিকাশে সাইদুজ্জামান ভাইদের কাজে লাগাতে হবে, এটা এখন সময়ের দাবী ।

Leave a Comment