তাসনিন জাকারিয়া | SFX Greenherald School & College-এর কৃতি ছাত্রী | পিতা এ. এস. এম জাকারিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর, আর মা ইঞ্জিনিয়ার শামীম আরা বেগম, ডেপুটি ডিরেক্টর, বি.এস.টি.আই (BSTI). | এমন মা-বাবার সন্তান তো মেধাবী হবেই | ও’লেভেল এন্ড এ’লেভেলে চমৎকার রেজাল্ট আর IELTS-এ এক্সিলেন্ট স্কোর কানাডার নামকরা বিশ্ববিদ্যালয় University of Guelph থেকে স্কলারশিপ পেতে অনেকটাই সাহায্য করেছে | ভিসা তো কোনো ব্যাপার-ই ছিল না তাসনিনের কাছে ! আরো দুইটি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলো তাসনিন, কিন্তু সবশেষে পা রাখলো গুয়েল্ফ এ | আমি তার সার্বিক সাফল্য কামনা করি | — সুপ্রিয় কুমার চক্রবর্তী, সি. ই.ও
SA Associates | Embassy of the Global Citizen