L O A D I N G

University of Windsor-এ মাস্টার্স অফ ম্যানেজমেন্ট পড়তে ইমরান ভাই তার মিষ্টি সহধর্মিণীকে নিয়ে এখন কানাডার আসন্ন উইন্টার উপভোগে !!

আবার ও AIUB ( American International University-Bangladesh ) | আসুন প্রথমেই পরিচিত হওয়া যাক | লেডিস ফার্স্ট …ডানে লাস্যময়ী ফাতেমা কানিজ পুষ্প, AIUB থেকে মেজর একাউন্টিংয়ে বিবিএ শেষ করে চাকুরী নিলেন মেন্টর্স (Mentor’s ) এর বনানীর ব্রাঞ্চ ম্যানেজের হিসেবে | বামে সুদর্শন ইমরান আহমেদ ভাই, উনিও AIUB-র স্টুডেন্ট, বিবিএ শেষ করেই স্বপ্নের সিঁড়িতে হাঁটার শুভযাত্রা | দুজনে একসাথে পরিকল্পনা করে এগুলেন | কানাডাতেই যাওয়া চাই , অন্য কোনো দেশে নয় | ম্যাডাম মেনটরসে চাকুরী করলে কি হবে …..শা এসোসিয়েটসের নাম ভালো করেই জানতেন | তাই সোজা চলে এলেন শা এসোসিয়েটসের পান্থপথ অফিসের আল-আমিন স্যারের কাছে | দক্ষ অভিজ্ঞ প্রফেশনাল কাউকে দিয়ে জীবনের পরবর্তী ডেস্টিনেশনের আদ্যোপান্ত জানতে শলা-পরামর্শ করতে চলে এলেন সেই বনানী থেকে | শা এসোসিয়েটসের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যারের হাত ধরেই আজকে অনেক স্টুডেন্ট কানাডার ইমিগ্রেন্ট , কানাডিয়ান সিটিজেন | গুডউইল কিংবা রেপুটেশন একদিনে তৈরী হয়না …..বড় বড় বিজ্ঞাপন দিলেই কোম্পানি বড় হয়না | অফিসে পঞ্চাশজন স্টাফ রাখলেই অভিজ্ঞ ফার্ম হয় না | পাঁচ-তারকা হোটেলে সেমিনার মেলা করলেই দক্ষ এজেন্সী হওয়া যায় না ! ” বৃক্ষ ..তোমার নাম কি ? ফলে পরিচয় “— আমরা এই নীতিতে বিশ্বাসী |

ইউনিভার্সিটি অব উইন্ডসরে মাস্টার্স অফ ম্যানেজমেন্ট পড়তে ইমরান ভাই তার মিষ্টি সহধর্মিণীকে নিয়ে এখন কানাডার আসন্ন উইন্টার উপভোগে | শা এসোসিয়েটসের পক্ষ থেকে দুজনকে তাজা গ্ল্যাডালিয়া ফুলেল শুভেচ্ছা || — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment