L O A D I N G

শা এসোসিয়েটস আমার না, আমি শা এসোসিয়েটসের !

বিশ্ববিখ্যাত কোম্পানি আলিবাবা গ্রুপের চেয়ারম্যান মিস্টার জ্যাক মে- র স্মরণীয় উক্তির মতো আমার ও একই অভিব্যক্তি | গত বিশ বছর যাবৎ শা এসোসিয়েটস বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে ( বিশেষ করে কানাডা ) অর্থনৈতিক উন্নতি, বৈদেশিক মুদ্রা প্রবৃদ্ধি , আর্থ-সামাজিক উন্নয়নে নীরবে-নিঃশব্দে যে ভূমিকা রেখে চলছে , তাতে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমি গর্ববোধ করি | আমি এবং আমার পুরো টিমের কঠোর পরিশ্রমের স্বার্থকতা এখানেই | বাংলাদেশ সরকার আমার কাজের কি মূল্যায়ন করলো কি করলো না …সেটা নিয়ে আমি কখনোই চিন্তিত নই কিংবা অভিমান পোষণ করি না | এখন পর্যন্ত বাংলাদেশে স্টুডেন্ট কনসালটেন্সি কিংবা ইমিগ্রেশন কনসালটেন্সি বিজনেসের মতো এতো বড় একটা ব্যবসায়িক খাত কোন মন্ত্রণালয়ের আন্ডারে …আমি সেটাই জানি না | সরকারের কেউ জানেন কি না ..আমার জানা নেই ! এই ব্যবসার সুবিধা-অসুবিধা, প্রতিবন্ধকতা-দায়বদ্ধতা নিয়ে দীর্ঘ বিশ বছরে আমি কোনোদিন কোনো মন্ত্রণালয় থেকে কারো সাথে সাক্ষাৎ , কনফারেন্স , সেমিনার কিংবা গোলটেবিল বৈঠকের আমন্ত্রন পাইনি | অন্য কোনো ফার্ম পেয়েছে কিনা …জেনে বলতে হবে | যাই হউক, বিশ্বের অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান , শিক্ষা বিষয়ক অর্গানাইজেশন , এসোসিয়েশন আমাদেরকে যে স্বীকৃতি , সম্মাননা , সনদ দিয়েছে …তাতেই আমি খুশী | এই খুশির পুরু কৃতিত্ব বাংলাদেশ সরকার , বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রী , আমাদের অগণিত ইমিগ্রেন্টস ক্লায়েন্টস ও তাদের সকল অভিভাবকদের | আমাদের হৃদয় নিংড়ানো ভালবাসা ও কৃতজ্ঞতা সকলের প্রতি | আবারো বলছি .,…..শা এসোসিয়েটস আমার নয় , আমি শা এসোসিয়েটসের একজন কর্মী মাত্র || — সুপ্রিয় কুমার চক্রবর্তী, প্রধান নির্বাহী কর্মকর্তা ( প্রধান কর্মচারী ) ||

Leave a Comment