সারা পৃথিবীর উন্নত মানের শিক্ষা ব্যবস্থা গুলির মধ্যে কানাডার অবস্থান যথেষ্ট উপরের সারিতেই। সকল OECD দেশ গুলির থেকে তুলনা মূলক বিচারে কানাডার ছাত্রছাত্রী দের গুনগত মান লক্ষ্যনীয়। আন্তর্জাতিক পরীক্ষা গুলিতে কানাডার ছাত্রছাত্রী দের উচ্চ নম্বর তাদের উন্নত মানের শিক্ষার প্রতিচ্ছবি।
OECD এর Program for International Student assessment অনুসারে কানাডিয়ান ছাত্র ছাত্রী দের অংক ভাষা, সাহিত্য, বিজ্ঞান সকল দিকে মান যথেষ্ট ওপর ইংরাজি ও ফরাসী ভাষা ভাষীর দেশ গুলির মধ্যে।
রিসার্চ হল কানাডার বিশেষ গুরুত্বের বিষয়। সারা দুনিয়ার ০.৫ % জনসংখ্যার দেশ হয়ে কাণাডা বীশ্বেড় ২.৮% সফল বৈজ্ঞাণীক গবেষণা প্রকাশ করে। ২০১৬ সালে আন্তর্জাতিক ছাত্র ছাত্রী দের ৪০০০০০ জন ঊচ্চ শিক্ষার জন্য কানাডা কে বেছে ছিলেন।
বিশ্বের প্রথম ১০০ টী UNIVERSITY এর মধ্যে ৪ টী রয়েছে কানাডার।
কানাডাতে POST SECONDARY EDUCATION অংশটি নিয়ন্ত্রিত হয় Provincial and Territorial Governments দ্বারা। প্রতিটি Provincial ও Territory এর নিজস্ব কিছু নিয়ম আইন বর্তমান না তার অন্তর্গত সকল কলেজ ইউনিভার্সিটি কে মানতে হয়ে থাকে। ফলত একটি সাম্য শিক্ষা বজায় থাকে। তিনটি স্তর বর্তমান।
যথা -Elementary, Secondary, Post secondary.
পরবর্তী সকল খুঁটিনাটি বিষয় জানতে আসুন আমাদের কাছে। শা এসোসিয়েট এর দরজা আপনার জন্য উন্মুক্ত সর্বদাই।