কানাডায় নামকরা কলেজ, বিশ্ববিদ্যালয় এর অনুমতি পেয়েও, অনেকে আগে নিজেরাই ভিসার আবেদন করে প্রত্যাখিত হয়েছেন। একটু খুঁটিনাটি এর মধ্যে যে ভুলগুলো হয়ত তারা করে ফেলেছেন অজান্তেই ভিসা আবেদন এর ক্ষেত্রে…
১ অপেক্ষা না করে একেবারে শুরুতেই ভিসার আবেদন করা উচিত।
২ স্টাডি প্ল্যানটা কিভাবে লিখলে ভালো হয়?
৩ অনলাইন বা Visa Application Centre (VAC).দ্বারাই শুধুমাত্র ভিসা আবেদন করা উচিত।
৪ ভিসা আবেদনকারীর ডাক্তারী পরীক্ষা ও পুলিশ সার্টিফিকেট শীঘ্রই করানো আবশ্যক।
৫ যে সমস্ত নথি বা তথ্য জমা করছেন ভিসা আবেদনের সময়ে তা যেন সুস্পষ্ট ও সম্পূর্ণ হয়।
৬ ভিসা আবেদন এর সঠিক ফি জমা করুন।
আর যারা এবারেই নতুন,বা আনকোরা তারা ভিসা আবেদন এর এই যাবতীয় ভুল্ভ্রান্তি এড়াতে সরাসরি চলে আসুন শা এসোসিয়েটস এর দপ্তরে। আমাদের দক্ষ কন্সালটেন্ট রা আছেন যারা একবার প্রত্যাখিত হয়েছেন তাদের ও সহযোগিতায়। সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের বিদেশ যাত্রার পথ সুগম করে আসছি আমরাই, শা এসোসিয়েটস।