L O A D I N G

23rd years Anniversary: A long Journey.

আজ সেই সাতই জুলাই | আজ থেকে তেইশ বছর আগে হাতিরপুলে অবস্থিত ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় ছোট্ট একটি রুম নিয়ে শুরু হয়েছিল শা এসোসিয়েটসের শুভ যাত্রা | রুম নম্বর ছিল ৩৪/সি | ১১০ স্কয়ার ফিটের অফিস দিয়ে যাত্রা শুরুর সেই শা এসোসিয়েটসের আজকে বাংলাদেশে তিনটি অফিস , আর কানাডায় একটি | এর চেয়ে বড় সাফল্য ও প্রাপ্তি আর কি হতে পারে ?

অনেক চড়াই উৎরাই কাঠ-খড় পেরিয়ে আজকের এই বটবৃক্ষ শা এসোসিয়েটস | এই দীর্ঘ যাত্রায় টিকে থাকা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের কারণেই | যাঁরা আমাদেরকে ভালবাসেন তাঁদের সকলকে আমাদের হৃদয় থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন | আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই | আর যাঁরা আমাদেরকে অপছন্দ করেন, নেগেটিভলি নিয়েছেন , মনে মনে ঘৃণাও করেন …তাঁদের সবার জন্যে থাকলো আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রানঢালা শুভেচ্ছা ও ভালবাসা | করোনার এই ভয়াল থাবায় আমরা কোনো মিষ্টিমুখের আয়োজন করতে পারিনি | প্রায় সাত হাজার ছাত্র-ছাত্রীর ভাগ্য পরিবর্তনে আমরা থেকেছি ন্যায় ও সত্যের পক্ষে, আমাদের কার্য্যক্রম ছিল আন্তর্জাতিক মানের সার্ভিসে ঘেরা কমিটেড সাফল্য | আমরা এখনো মনে করি , আমাদের আরো বহুদূর যেতে হবে, এই যাত্রা সবে শুরু মাত্র |

তখনকার সময়ে দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অনসূয়া চক্রবর্তী ম্যাডামকে শা টিমের পক্ষ থেকে গ্রেট স্যালুট | যিনি ২০০৫ সালের নভেম্বর পর্যন্ত্য উক্ত পদে অতি দক্ষতার সঙ্গে তার দ্বায়িত্ব পরিচালনা করে শা এসোসিয়েটসকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন | — শা অ্যাডমিন ম্যানেজার

Pic taken 07th July 1998, Eastern Plaza, Room No. 34/C

Leave a Comment