L O A D I N G

স্বপ্নের পাদপীঠ- ঢাকা বিশ্ববিদ্যালয়

আমাদেরকে অনেকেই মেসেজ করেন যে , আপনারা কি শুধু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসদেরকেই পাঠান ? দেশের পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টসরা কি কানাডা আমেরিকা যাবার জন্য যোগ্য না ?

আমরা সবাইকে বিনয়ের সাথে বলতে চাই, দয়া করে আমাদের সাকসেস স্টোরিজ পেইজগুলো ভালোকরে খেয়াল করুন, পড়ুন | আমাদের ফেসবুকে প্রায় তিন হাজার ইমেজ আছে ; সেখানে দেখেন আমাদের দেশের গর্ব , প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী স্টুডেন্টস আছেন, যাঁরা আমাদের মাধ্যমে মাস্টার্স ও পিএইচডি করতে আমেরিকা ও কানাডা গিয়েছিলেন; যাঁরা এখন নিজ নিজ কর্মদক্ষতায় ও যোগ্যতায় এখন সেই দেশের স্থায়ী নাগরিক | মেধার মূল্যায়ন পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির আইডি দিয়ে নির্ধারিত হয়না | একজন মানুষ শিশুকাল বয়স থেকেই বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখা শুরু করে , যা শেষ হয় মৃত্যুর মধ্য দিয়ে |

আমাদের কাছে ঢাকা ভার্সিটির প্রতিটা স্টুডেন্ট ছিলেন একেকটি রাষ্ট্রীয় সম্পদ | গত পঁচিশ বছরে ঢাকা ভার্সিটি থেকে গ্র্যাজুয়েট আমাদের মাধ্যমে কানাডা ও আমেরিকার স্টুডেন্টস ভিসা নিয়ে গেছেন প্রায় ৯২৫ জন | ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স, মেডিসিন , আর্টস , ইঞ্জিনিয়ারিং , আইন , ফার্মাসি , মানবিক সকল ফ্যাকাল্টিতে রয়েছে অসম্ভব মেধাবী স্টুডেন্টস | সবাইকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের | প্রতিভাকে যথাযথ মূল্যায়ন ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রশাসনের কর্ম | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment