L O A D I N G

স্বপ্নগুলু অনেক বড়, কিন্তু সীমাবদ্ধতা ছিল অনেক ! তাই বলে কি , হাল ছেড়ে বসে থাকতে হবে ?

প্রত্যয় দাশ ও নিবিড় দাশ, দুজনেই কিন্তু ভালো বন্ধু ( কাকতালীয় ) !!! চট্টগ্রামের ছেলে প্রত্যয় ও নিবিড় এর স্বপ্ন ছিল কানাডায় পড়তে যাবে, আন্ডারগ্রেডটা কমপ্লিট করে মাস্টার্স করবে আমেরিকায় ! স্বপ্নগুলু অনেক বড়, কিন্তু সীমাবদ্ধতা ছিল অনেক ! তাই বলে কি , হাল ছেড়ে বসে থাকতে হবে ? না, প্রত্যয় ও নিবিড় দেখা করলো আমার চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দাশের সাথে ! এখানেও টাইটেল এক ” দাশ ” | আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই …..পৃথিবীটা এতো সুন্দর কেন ? সবকিছু এতো পরিকল্পনা মাফিক কেন ! যাই হউক , প্রত্যয় এর স্বপ্ন ছিল ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে পড়বে, স্বপ্ন পূরণ হয়েছে ! নিবিড়ের স্বপ্ন ইউনিভার্সিটি অফ আলবার্টাতে পড়বে , সেই স্বপ্ন ও সফল হয়েছে ! ভিসা ডেলিভারি নিতে এসে আগে আমার সাথে দেখে করতে এলো , আমি ও তাদের স্বপ্নের সারথি হয়ে থাকলাম ! এ’ধরণের ইনোসেন্ট ছেলেদের সার্ভিস দিতে পেরে শাএসোসিয়েটস গর্ব বোধ করছে , সেই সাথে মনোজিৎকে ধন্যবাদ জ্ঞাপন করছি , দুই বন্ধুর ফাইলটিকে অতি সুন্দরভাবে প্রসেস করে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্যে | ভালো থেকো প্রত্যয় ও নিবিড় …যোগাযোগ রেখো আমার সাথে, আমাদের টিমের সাথে , যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় ! — সুপ্রিয় কুমার চক্রবর্তী , সি. ই.ও

Leave a Comment