L O A D I N G

স্টামফোর্ড থেকে মেজর ইন একাউন্টিং নিয়ে বিবিএ শেষ করে আরিফ ভাই যাচ্ছেন ভ্যানক্যুভাৱে ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টে এমবিএ করতে ।

কংগ্র্যাচুলেশন্স আরিফ হাসান । সেইসঙ্গে আমাদের আন্তরিক ধন্যবাদ রইলো স্টামফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে; যাদের দ্বায়িত্ববোধ , মনিটরিং ও কেয়ারিংয়ে একজন আরিফ হাসান তৈরী হয়েছে । ঘর এবং মা-বাবার পরেই একটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষক-শিক্ষিকা একজন মানুষ তৈরির আসল কারিগর ও কারিগরের কারখানা । আমরা তাই মনে করি । বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি প্রতি বছর হাজার হাজার আরিফ হাসান তৈরী করে বিশ্বের দরবারে আমাদের দেশকে নিয়ে গেছেন অনন্য এক সুউচ্চতায় । আমরা সেইসকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রফেসর , লেকচারার ও ডিন মহোদয়কে জানাই আমাদের কুর্নিশ সালাম । স্টামফোর্ড থেকে মেজর ইন একাউন্টিং নিয়ে বিবিএ শেষ করে আরিফ ভাই যাচ্ছেন ভ্যানক্যুভাৱে ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টে এমবিএ করতে । তার মসৃন সুন্দর এই চলার পথে আমাদের শুভ কামনা রইলো । — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment