সেঁজুতি বিনতে ফারুক, সাথে সুদর্শন শরীফ আশরাফুর রহমান। চমৎকার জুটি। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনের সময় দুজনের রসায়নটা ভালোই হয়েছিল। এক্সিলেন্ট সিজিপিএ, IELTS স্কোর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, স্ট্রং ফিনান্সিয়াল টাইস সবমিলিয়ে থাম্বসআপ!! শরীফ ভাই আমাদের মাধ্যমে কানাডার ইউনিভার্সিটি অফ অটোয়াতে চলে গেলেন সেটা ২০১৬ সালের কথা। আর ম্যাডাম নর্থ সাউথে গ্রাজুয়েশন শেষ করে এবারই প্ল্যান করলেন মাস্টার্সটা একই ইউনিভার্সিটিতে করবেন, IELTS-এ 8.0 তুলে ফেললেন; চিন্তা নেই ভর্তি ও ভিসার। কারণ শা এসোসিয়েটস যেখানে আছে, সেখানে এসব নিয়ে ভাববার সময় কই? সরাসরি প্রধান নির্বাহীর কক্ষে, সুপ্রিয় কুমার চক্রবর্তী স্যারের ম্যাজিক মানেই কানাডার স্বপ্নপূরণ। আর তা ছাড়া ভালো মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্বের দরজা খোলাই, দরকার ভালো গাইডলাইন, পরিকল্পনা নিয়ে এগুনো, ব্যাস!! শা এসোসিয়েটসের কাছে এগুলো ছোটবেলার আদর্শলিপি বই| কানাডার বিশাল আকাশে গ্রীষ্মের তীব্রতায় একইভাবে ছাতা মেলে হাস্যোজ্জ্বল মুখে থাকুন… শা পরিবারের পক্ষ থেকে আমাদের শুভ কামনা রইলো শরীফ ভাই এন্ড সেঁজুতি ম্যাডামকে।— শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen