L O A D I N G

সিলেট এর তরুণ, আকবর ভাই ভর্তি হয়ে গেলেন University of Manitoba-য়, Bachelor of Computer Science পাঠক্রম নিয়ে।

Student Name: Akbor bari Chowdhury
Ex. Student of The Sylhet Khajanchibari International School and college
Admitted at University of Manitoba (Bachelor of Computer Science)

ছেলেবেলা থেকেই আমাদের মা বাবা আমাদের বড় করে তোলেন অনেক স্বপ্ন নিয়ে, তাদের নিজেদের জীবনে পাওয়া এবং না পাওয়ার সমীকরণের সমাধান টা হয়ত তাদের সন্তানের মধ্যে দিয়েই পূরণ করতে চান। আর তাই, সুসন্তানও মা বাবার গর্ববোধেই গর্বিত হয়। এরকমই একজন আকবর বারি চৌধুরী। এই বুদ্ধিদীপ্ত, প্রাণবন্ত যুবক সবসময় চেয়েছিলেন কারোর গর্বের কারণ হয়েই বাঁচতে। আর এর জন্য তিনি হাতিয়ার করে নিয়েছিলেন শিক্ষা কে। মেধাবী এই যুবক The Sylhet Khajanchibari International School and college থেকে নিজের শিক্ষা সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বিজ্ঞাপণী আকর্ষণের জালে নিজেকে না হারিয়ে, যাবতীয় সমস্ত একাডেমিক ডকুমেন্টস নিয়ে সিলেট থেকে সরাসরি চলে এলেন আমাদের ঢাকার পান্থপথ অফিসে, বাপন স্যারের কাছে। বাপন স্যার হলেন কানাডা সরকার কর্তৃক স্বীকৃত কানাডা স্পেশালিস্ট প্রোগ্রাম এবং কানাডা কোর্স গ্র্যাজুয়েট সার্টিফাইড, শা এসোসিয়েটসের ভিসা কনসালটেন্ট। ভরসার হাত বাড়িয়ে দিতে দেরি করেন নি বাপন স্যার। কানাডা যাওয়ার ভিসা সম্পর্কিত সমস্ত ব্যবস্থা করে দিলেন আকবর ভাইকে। আকবর ভাই ভর্তি হয়ে গেলেন University of Manitoba-য়, Bachelor of Computer Science পাঠক্রম নিয়ে। নিজের সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন আকবর ভাই মসৃণভাবে। আমাদের শুভেচ্ছা সবসময় ওনার সাথে থাকবে।

Leave a Comment