L O A D I N G

সিলেটে ট্র্যাভেল এজেন্সি ও স্টুডেন্ট কনসালটেন্ট ফার্মের অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান!!

সাধু সাবধান। সতর্কীকরণ বিজ্ঞপ্তি!

আমরা বহুবার বলে আসছি, বিদেশে উচ্চশিক্ষা নেবার পরিকল্পনা মাথায় আসলে একটু ঠান্ডা মাথায় ভাবতে, সময় নিতে। জেনে-বুঝে পা ফেলতে। চট করে কাউকে বিশ্বাস না করে ধীরে-সুস্থে এগুতে। আমাদের সময়.কম অনলাইনের খবরে আমরা বিস্মিত, চিন্তিত এবং উদ্বিগ্ন। কনসালটেন্সি ফার্মের অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান!! এর প্রধান কারণ, ফেসবুকে যে কেউ যখন-তখন একটা পেইজ খুলে তথাকথিত কনসালটেন্ট হয়ে যাচ্ছেন, পন্ডিত এর মতো জ্ঞান উপদেশ বয়ান দিয়ে যাচ্ছেন; তাদের পোস্ট দেখলে, তাদের বানানো নানান ভিডিও দেখলে আমরা এখন বুঝতে পারছি, কেন ইন্টারনেটের লাইন এতো স্লো!! এখন ঘরে ঘরে এজেন্সী, একেকটি করে ছাত্র-ছাত্রী বাইরে যায়; আর একটি করে কনসালটেন্ট তৈরী হচ্ছে, যেটা তার কাজ না। কি কানাডায় কি আমেরিকা কি অস্ট্রেলিয়ায় এখন শুধুই কনসালটেন্ট!! এতো এজেন্সী আর কনসালটেন্টের ভীড়ে আমরা এখন আমাদের অস্তিত্ব নিয়েই চিন্তিত। এতো বড় বিশাল স্টুডেন্ট এজেন্সি আর কনসালটেন্টের মাঝে আমরা টিকে থাকবো তো!! ফেসবুকে দেখি এখন অনেকে ফ্রি সার্ভিসের ডিব্বা খুলে বসেছেন। পরে কে কিভাবে ফ্রি গিয়েছেন, সেটা আর জানা হয়নি!! সবকিছুর পরেও আমরা একটাই কথা বলবো, অন্ধের মতো পথ চলবেন না। সবকিছু হারিয়ে আমাদের কাছে আসবেন না। পাঁচ হাজার টাকা দিয়ে ফাইল ওপেন করে তারপর মিডিয়ার কাছে বলছেন “পাঁচ লক্ষ টাকা দিয়েছেন”, এইসব গল্প শুনতে শুনতেও আমরা ক্লান্ত!! আগে নিজের যোগ্যতা তৈরী করুন, তারপর বিদেশে যাবার স্বপ্ন দেখুন। সাধু সাবধান, সতর্ক হউন!!

Leave a Comment