ছবির এই মহান ও উদার প্রগতিশীলমনা নারীর নাম রেহেনুমা চৌধুরী | উনার মেয়ের ফাইল জমা দিয়েছিলেন কানাডার ভিজিট ভিসার জন্যে | যদিও উনার মেয়ের ফাইল একবার উনারা নিজে নিজে ট্রাই করে রিফিউজ্ড হয়ে তারপর আমার কাছে এসেছিলেন | আমি কোনোকাজ নেবার সময় কখনোই বলি না যে, ১০০% গ্যারান্টি ! আমি প্রায়সময় বলি ১% আমার পক্ষ থেকে , ৯৯% আল্লাহর পক্ষ থেকে | উনি যা ভালো লিখেছেন আপনার জন্য তাই হবে, আমি উছিলা মাত্র | তবে উনি চান কাজটা যেন আমার মাধ্যমেই হউক ; সেইজন্যই উনি কোনো না কোনো উপায়ে আপনাকে আমার কাছে পাঠিয়েছেন | এইবার আপনি ভরসা রাখুন | দুর্ভাগ্য , ভিসাটা হলো না কমন দুটো কারণে | পার্পাজ অফ ভিজিট এন্ড ফ্যামিলি টাইস | আমি কথা দিয়েছি , আবার ট্রাই করবো | সেটা প্রায় দশমাস হয়ে গেলো | কিন্তু ম্যাডাম তাই বলে মন খারাপ করেননি | ভাইজান আছেন চ্যানেল আইতে | ম্যাডামের মেয়ে সোহানা এপ্লাই করেছিল তাঁর হাজব্যান্ড ও মেয়েকে নিয়ে | অনেক দেশ ট্রাভেল করা ছিল, তারপরেও ভিসা হয়নি | এটা হতেই পারে | তাই বলে , এজেন্সির প্রতি রাগ থাকবে কেন ? ভিসা না হলে মুখের মানচিত্র বদলে যাবে কেন ? ভিসা কি এজেন্সির অফিস থেকে ইস্যু হয় ? শিক্ষিত পরিবার বুঝদার পরিবার এলিট পরিবার অল্পতেই সবকিছু মেনে নেন ও বুঝেন | কিন্তু কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করী টাইপের ও নব্য ধনী হওয়া কতিপয় বাঙালি ভিসা না হলে এমন সব ভাবসাব করেন, মনে হয়– উনি বুঝি কালকেই দুনিয়া উল্টে ফেলবেন | নানারকম রেফারেন্স টেফারেন্স দেন; একটু উঁচাগলায় কথা বলেন | আমরা শুনি ও ভদ্রতার খাতিরে ও উনার মান-সম্মানের দিকে চিন্তা করে তেমন রিএক্ট করি না ! লোকজন কিন্তু আমাদের-ও কমবেশী আছে, এটা অনেক ক্লায়েন্টস বুঝতে পারে না বোধ হয় ! আমরা প্রকাশ করিনা ; প্রয়োজন-ও মনে করিনা ! ভিসা না হলে কিছু ক্লায়েন্টস এমন চেহারা করেন যেন– আমরা তাঁর জীবনের অনেক বড় ক্ষতি করে ফেলেছি | উনি বোধহয় পথে বসে গেছেন ! উনার জীবনের চলার পথে আমরাই মনে হয় প্রতিবন্ধকতা করে ফেললাম ! মনে হয়, যত দোষ নন্দ ঘোষ এই এজেন্টদের, এডুকেশন কন্সাল্ট্যান্টদের ! রেহেনুমা ম্যাডাম অন্য দশজন থেকে একদম আলাদা | উনি সুন্দর একটা সম্পর্ক ধরে রেখেছেন | সময় পেলেই খোঁজ-খবর নেন, গিফট পাঠান | এটা হচ্ছে ভালবাসা | ক্লায়েন্টস ও সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন ” এডুকেশন এজেন্ট ” এর মধ্যে সম্পর্ক যত মধুর হবে, সেটা উভয় পক্ষের জন্যই মঙ্গল ও সুন্দর ! আজকে উনি আমাকে একেবারে চমকে দিলেন | ম্যাডাম আমাকে ভাই বানানোর উপকরণ নিয়ে হাজির অফিসে | মিষ্টি গিফট রাখি বন্ধনের ডালা সবকিছু ! আমি আসলেই হতবাক ও বিস্মিত ! উনি চান , সম্পর্কটা যেন চিরদিন সুন্দর থাকে | উনার কথা একটাই – কাজ হয়নি তো কি হয়েছে | আল্লাহ চাইলে একদিন হবে | তাই বলে এই দুই দিনের দুনিয়াতে সম্পর্কগুলো যেন টিকে থাকে | অর্থের কাছে ব্যবসার কাছে যেন মানুষের কিছু মানবিক গুণাবলী নষ্ট না হয় | সবকিছু যেন অর্থ দিয়ে বিচার-বিবেচনা না করা হয় ! যে কোনো ফার্মে গেলেই কাজ হয়ে যাবে — এই ধারণা পোষণ করাটাই বোকামি ! রেহেনুমা ম্যাডামকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধণ্যবাদ ও কৃতজ্ঞতা ! সেইসঙ্গে হৃদয় নিংড়ানো ভালবাসা | সপরিবারে উনি আমার অফিসে এসে আমাকে যে সন্মান ও ভালবাসা দিয়ে গেলেন , আমি আসলেই মুগ্ধ আনন্দে অভিভূত আবেগে আপ্লুত ! আপাকে আমার সালাম ও অনেক অনেক শ্রদ্ধেয় ভালবাসা ! আপনি দীর্ঘজীবী হউন আপা , ভালবাসায় বেঁচে থাকুন, ভালবাসায় রাখুন ! — সুপ্রিয় কুমার চক্রবর্তী, সিইও
SA Associates | Embassy of the Global Citizen