
ফেসবুকে ভাসমান অনলাইন কনসালট্যান্ট , কতিপয় ইউটিউমার , ব্লগার কিংবা সব জান্তা শমসেরদের মিষ্টি মিষ্টি কথার খপ্পরে পড়ছেন না তো ? খুব সাবধান !!
ছোটবেলা থেকেই আদর্শলিপিতে পড়ে এসেছি – দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলতে নেই | খলের কিন্তু ছলের অভাব হয় না ! ইউটিউবে আর ফেসবুকে ঐসব বুদ্ধিজীবীরা অতি শিক্ষিতরা আপনাকে বিদেশের যে কোন দেশের ভর্তি ও ভিসা কার্যক্রম, ট্রাভেলিং বা ইমিগ্রেশন নিয়ে এমনভাবে বুঝাবে যে; মনে হয় রাত্রের বেলা সেইসব দেশের ভিসা কনসুলার আর উনি একসাথে একই বিছানায় ঘুমান , বন্ধু আর কি !!
লেখাপড়া চলাকালীন কিংবা কোনরকম সনদ ছাড়া যে ঘরে-মার্কেটে-ফুটপাথে-রাজপথে-গাড়িতে-বারান্দায়-ওয়াশরুমে বসে যে এইসব কনসালট্যান্সি করা একটি আইনগত অপরাধ ; সেই বিষয়ে ১০০% ইউটিউমার , ব্লগার , অনলাইন পরামর্শদাতা ও ফেসবুকারের বিন্দুমাত্র জ্ঞান নেই, কোন তথ্য তাদের জানা নেই | সাধু সাবধান ! — – শা অ্যাডমিন ম্যানেজার