L O A D I N G

সবাই একটা কথা বলে —– ভর্তি ও ভিসা কনফার্মড !! এটা কতটুকু সত্য ?

আপনার পছন্দের কলেজ কিংবা ইউনিভার্সিটিতে ভর্তির বিষয়টা সম্পূর্ণ আপনার যোগ্যতা , SOP-স্টেটমেন্ট অফ পার্পাজ লেখার ধরণ, একটা কমপ্লিট সিভি , প্রফেসরদের রেফারেন্স লেটারের গূঢ়ার্থ ( মাস্টার্স এর ক্ষেত্রে অনলি ) ; প্রকাশনা , IELTS-স্কোর সবকিছু যদি ভর্তির নিয়মাবলী মিট করে , তাহলেই এডমিশন কমিটি সকলকিছু বিবেচনায় নিয়ে আপনার ভর্তি কনফার্ম করতে পারে | একটি এজেন্টের ভূমিকা এখানে অনেক ; তবে তাকে অবশ্যই এ’বিষয়ে প্রচুর জ্ঞান থাকতে হবে; অভিজ্ঞতা একটা ম্যাটার ; ইংরেজিতে দক্ষ হওয়া চাই | যেনতেন SOP/Study Plan ও CV/Resume লেখা আপনার ভর্তির ক্ষেত্রে প্রধান বাধা হতে পারে | এমনকি প্রফেসরদের রেফারেন্স লেটার ভাষাটার ক্ষেত্রেও চৌকষ হওয়া চাই | এপ্লিকেশন ফর্মে নানান প্রশ্নের উত্তর দিতে হবে ডাইনামিক ওয়েতে | কোনোকিছুই হালকা ভাবে নিলে আপনার ভর্তি হওয়া অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়াবে একসময় | কি আন্ডারগ্রেড , কি মাস্টার্স , কি পিজিডি সব ভর্তিতে চাই মুন্সিয়ানা |

এবার আসুন , ভিসা নিয়ে | যে কোনো দেশের ভিসা অফিসার বা ভিসা কনসুলার কোনো এজেন্টের মালিকের সাথে বসে ডিনার কিংবা ব্রেকফাস্ট করে না | এমনকি এক কাপ কফিও পান করেন না | অতএব, এখানেও সবকিছুতে আপনার যোগ্যতা ও স্কিল | একজন দক্ষ অভিজ্ঞ এজেন্ট কেবল জানে , আপনার এই ফাইলটা কিভাবে জমা দিলে ভিসাটা কনফার্মড | কারণ , একটি এজেন্ট বছরে তিনশো স্টুডেন্টসের ফাইল নিয়ে কাজ করে , প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছে | কিন্তু আপনি আপনার ফাইলটি জমা দিবেন , মাত্র একটি ফাইল | আর শা এসোসিয়েটস এ’পর্যন্ত্য কানাডিয়ান হাইকমিশনে প্রায় সাত হাজার ফাইল জমা দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে , তার সিকিভাগ অর্জন করতে অনেককে আরো দশ বছর অপেক্ষা করতে হবে | আমরা মনে করি ও বিশ্বাস করি, ভিসা হবে আপনার যোগ্যতায় | আমাদেরকে সঙ্গে রাখবেন , স্বপ্নটা পারফেক্টলি পূরণ করার জন্যে | সবাই যদি সব জানতো , তাহলে বিশ্বে এতো প্রফেশন গড়ে উঠতো না |

সুতরাং, কোনো এজেন্ট বা ব্যক্তিকে নির্বাচন করার আগে তার ঠিকুজি কুষ্ঠী , দক্ষতা অভিজ্ঞতাটা একটু ঝালাই করে নিবেন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment