L O A D I N G

সবাইকেই কি বিদেশ গিয়ে সেটেলড হতে হবে ?

বাপন সাহা | শা এসোসিয়েটসের সাথে ভালবাসার শুরু ২০০৯ সালে | স্টুডেন্ট কাউন্সেলর থেকে আজকের পজিশন সিনিয়র কনসালটেন্ট | এবার একটু ইতিহাসে ফিরে যাওয়া যাক | ২০০৮ সালে বাপন সাহা শা এসোসিয়েটসে আসলেন UK-তে পড়তে যাবেন বলে | দুর্ভাগ্য ভিসা হলো না ! তারপরের চেষ্টা সুইজারল্যান্ড যাবেন , ঠিক করলেন | সেখানেও দুর্ভাগ্য , ভিসা হলো না ! সাধারণ একটা তথ্য দেওয়া হয়নি বলে সুইজারল্যান্ড ভিসা দিলো না | আবার নতুন স্বপ্ন –কানাডা ! কানাডার Laurentian University থেকে অফার লেটারও আনা হয়েছিল | কিন্তু স্পনসর জটিলতার কারণে আর ভিসার জন্য ফাইল জমা দেওয়া হলো না | আমাদের সিইও স্যার খুব কাছ থেকে তখনকার তারুণ্যদীপ্ত উচ্চাভিলাষী হাই-এম্বিশাস চোখে-মুখে কিছু একটা করে দেখার এই তরুণকে অবজার্ভ করছিলেন | ২০০৯ সালের স্বপ্ন-পাগল এই তরুণকে অফার দিলেন শা এসোসিয়েটসের হয়ে কাজ করবার | সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন বাপন সাহা | আর পিছন ফিরে তাকাতে হয়নি বাপন সাহাকে | ২০০৯ থেকে ২০২২ এই তেরো বছরে ঘুরেছেন বিশ্বের সব দেশ | যে দেশ পড়তে যাওয়ার জন্যে ভিসা দেয়নি , অফিসের ডেলিগেট হয়ে কনফারেন্স-এ অংশ নিতে বাপন স্যার ঘুরলেন আমেরিকা , কানাডা , অস্ট্রেলিয়া , জাপান, সাউথ কোরিয়া , ইউরুপ , চীন, ব্রিটেন , দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া , নেপাল, ব্যাংকক ! আজ এই বাপন স্যার তার পুরো পরিবার এবং প্রিয় মাকে নিয়ে ঘুরতে বেড়িয়েছেন সুইজারল্যান্ড ও লন্ডন দেখবেন বলে | স্বপ্ন স্বপ্নের মতো দেখা চাই !

আসলে প্রতিষ্ঠানের প্রতি ভালবাসা , কৃতজ্ঞতাবোধ , সন্মান ; নিজের ক্যারিয়ারের প্রতি আস্থা , বিশ্বাস , আশা ও মাস্টারপ্ল্যান থাকলে জীবনে টিকে থাকার জন্যে বেশী পরিশ্রমের দরকার হয় না | শা এসোসিয়েটস হয়তো বাংলাদেশের টপ টেন কোম্পানির মতো লার্জ স্কেলের কোনো ফার্ম নয় | কিন্তু এই ফার্মটির মধ্যে যে বন্ডিং , এমপ্লয়ার ভার্সেস এমপ্লয়িজ রিলেশনশিপ , দ্বায়িত্ববোধ , ফ্রিডম অফ ওয়ার্ক , ক্যারিয়ার এক্সপ্লোরিং এর অফুরন্ত সুযোগ রয়েছে এবং প্রতিটি এমপ্লয়ি যেভাবে এই অফিসকে তার বর্তমান অবস্থান তৈরিতে সার্বিক সমর্থন ও সহযোগিতা পেয়েছে , তা সম্ভবতঃ ইলোন মাস্কের কোম্পানি কিংবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক অথবা গ্রামীণফোনের কোম্পানি থেকেও পাওয়া যাবে না ! একটি এডুকেশন এজেন্ট শুধুমাত্র যে অগণিত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ তৈরী করে দেয় , তা কিন্তু নয় ! শা এসোসিয়েটস তার প্রতিটা অফিসের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাদের নিশ্চিন্ত ভবিষ্যতও গড়ে দিয়েছে | শা এসোসিয়েটস প্রত্যাশা করে….প্রতিটি অফিসার তাদের আজকের এই অবস্থানের পিছনে এই অফিসকে আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে | কারণ, একটি কোম্পানির সিইও আপনাকে স্পেস দিয়েছে বলেই আপনি আজকে এখানে | অতএব, সময়ের আবর্তে অতীত ও বর্তমান ভুলে গেলে আপনি নিজের সাথে নিজেকে প্রতারণা করবেন |

বাপন স্যারের এই চমৎকার জার্নি, ফ্যামিলি বন্ডিং ও কোম্পানির প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যে শা টিম জানাচ্ছে গ্রেট স্যালুট ! —- শা অ্যাডমিন ম্যানেজার

Happy Journey Bapan Sir !! @lovely_family

Leave a Comment