আমরা দেশে ও বিদেশ থেকে পরিচালিত সকল প্রকার ফেসবুকের গ্রূপ পেইজ , কানাডা -আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে নানান রকম ব্লগ , ফোরাম , স্টুডেন্ট এসোসিয়েশন , নেটওয়ার্ক জাতীয় নামধারী যে কোনো রকম ফেসবুক পেইজ পরিচালিত অ্যাডমিন , মডারেটর , মেম্বার , এডিটরদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই …..আপনাদের পেইজে ভুয়া নামধারী , ফেক আইডি , কিংবা ” Anonymous participant ” আইডি দিয়ে যদি শা এসোসিয়েটস ( SA Associates )-কে নিয়ে কোনো রকম মনগড়া কাল্পনিক ভুয়া তথ্য দিয়ে কোনরকম পোস্ট লিখে , এবং সেই পোস্ট আপনি জ্ঞাত-অজ্ঞাত মনে এপ্রুভড করেন ; এই পোস্টের কারণে যদি শা আসোসিয়েটসের বিজনেসের কোনোরকম গুডউইল , সন্মান নষ্ট হয় ; মানহানি হয়ে থাকে ; তাহলে এর সকল দায়দায়িত্ব আপনাদেরকেই নিতে হইবে | দেশে ডিজিটাল সিকিউরিটি এক্ট এখনো বিলুপ্ত হয়ে যায়নি , কথাটা মাথায় রাখবেন | শুধু তাই নয় , কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যক্তির মানসন্মান ও গুডউইল নষ্টের কারণে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতের আশ্রয় নিয়ে মানহানি মামলা করার ধারা-ও এখনো এই দেশ থেকে বিলুপ্ত হয়নি ; এই কথাটা মাথায় রাখবেন | তথ্য প্রযুক্তির অবাধ বিচরণকে আপনার পেইজে যেনতেন ভাবে উপস্থাপন করে কোন প্রতিষ্ঠানের সন্মান , রেপুটেশন , ব্যক্তির সুনাম ক্ষুন্ন করার বিন্দুমাত্র অধিকার আপনি রাখেন না | দেশের প্রচলিত আইন কানুন আপনি মানতে বাধ্য | যে পেইজ আপনি খুলেছেন , সেই পেইজের মিনিমাম ধারা উপধারা মানতে আপনি বাধ্য | এই দেশে নিয়মিত ভ্যাট ট্যাক্স দিয়ে বিজনেস পরিচালনা করছে শা এসোসিয়েটস | পঁচিশ বছরের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি আপনার পেইজে কতিপয় ভুয়া অকৃতজ্ঞ অর্বাচীন মূর্খের মনগড়া একটি পোস্ট প্রকাশ করে ভালোকাজ করেননি বলে আমাদের প্রতীয়মান হচ্ছে | এই ব্যাপারে আমরা দেশের বিজ্ঞ আইনজীবী ও আমাদের কোম্পানি লয়ারের সাথে কথা বলেছি ; তাঁরা সকলেই আমাদেরকে পরামর্শ দিয়েছেন — ডিজিটাল সিকিউরিটি এক্ট ও মানহানি মামলা ধারাকে ব্যবহার করে এই ধরণের অপতৎপরতা , দুষ্টবুদ্ধি সম্পন্ন কর্মকান্ডকে কঠোর হস্তে দমন করতে | আমরা সেই পথে হাঁটার পরিকল্পনা নিয়েছি | আপনি নেদারল্যান্ডস, কানাডা কিংবা আমেরিকায় বসে কম্পিউটারে একটি ফেসবুক পেইজ খুলবেন , গ্রূপ তৈরি করে দেশের প্রতিষ্ঠিত বিজনেস অর্গানাইজেশনকে নিয়ে বাজে মন্তব্য করবেন ( নাম উল্লেখ সহ ); এটা কোনভাবেই কাম্য হতে পারে না | আমরা সংশ্লিষ্ট সকলের ফেসবুক আইডি থেকে এড্রেস, ফোন নাম্বার , বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি | যদি উক্ত পেইজ আগামী ২৪ ঘন্টার মধ্যে ” আমরা দুঃখিত ” ক্যাপশন দিয়ে তাদের পেইজে পোস্ট না প্রদান করেন; তাহলে আমরা ধরে নিবো — আপনি ইচ্ছাকৃতভাবেই এই কাজটি করেছেন | বাকি প্রক্রিয়া আমরা যথাসময়ে আমাদের কোম্পানির লয়ার ডক্টর রাজীব গোস্বামী , সুপ্রিম কোর্ট , বাংলাদেশ ও প্রচলিত আইনের ধারায় এনে মানহানি মামলা করবার সকল প্রস্তুতি গ্রহণ করিতে বিন্দুমাত্র দেরী করবো না |
শা এসোসিয়েটসের মাধ্যমে যদি কেহ সার্ভিস ভাল না পেয়ে অসন্তুষ্ট হয়ে থাকেন ; তিনি অবশ্যই আমাদের অফিসে এসে যে কোনো রকম আলাপ-আলোচনা করতে পারেন ; আমরা যে কোনো অভিযোগ শুনতে বাধ্য | কিন্তু ঐসব পেইজের অ্যাডমিন , মডারেটর , এডিটর তাঁরা কারা যে, আপনি ওই পেইজের মাধ্যমে গিয়ে সমাধান খুঁজছেন ? আপনাকে কে এই অধিকার দিয়েছেন , একটি কোম্পানির নামে না জেনে না শুনে কোন প্রমান ছাড়াই সেই পোস্ট এপ্রুভ করে হাজার হাজার মানুষের কাছে তা প্রকাশে উৎসাহ যুগাচ্ছেন ? ফেসবুক পেইজ খুলে কি আপনি নিজেকে রাজা মহারাজা ভাবা শুরু করেছেন ? সবকিছুর একটা সীমা আছে , কথাটা মাথায় রাখবেন |
বিশ্বের জনপ্রিয় খাবার ম্যাকডোনাল্ডসের রেটিং মাত্র 1.8 out of 5, ফাইভ ষ্টার হোটেল সোনারগাঁ 4.3, লা মেরিডিয়ানের রেটিং মাত্র 3.3 ; ফ্রি সার্ভিস দেওয়া অনেক ভালো এডুকেশন কনসালটেন্সি ফার্মের রেটিং মাত্র 4.1; সুতরাং এই দেশের কাউকেই ১০০% স্যাটিসফাইড সার্ভিস দেওয়া সম্ভব নয় | আর তাছাড়া , শা এসোসিয়েটস কাউকেই বাসা থেকে ডেকে নিয়ে আসেনা , ফাইল খুলবার জন্য | ফাইল ওপেন করবার আগে প্রতিটি অফিসার কি সার্ভিস পাবেন , না পেলে কি হবে , সব বিষয়ে খোলামেলা কাউন্সেলিং করে তবেই ফাইল খুলতে অনুরুধ করেন | এই ইনফরমেশন টেকনোলজির যুগে কাউকে বোকা বানানো অসম্ভব ! আমাদের চেয়ে আমাদের স্টুডেন্টস ও গার্ডিয়ানরা অনেক বেশি নলেজেবল , আমরা প্রতি ক্ষনে ক্ষনে সেটা উপলব্ধি করি ও সেই চিন্তাধারাকে সন্মান করি | আমরা চাই — আমাদের কাছে আসার আগে একজন স্টুডেন্ট সব জেনে আসুক |
আপনার পেইজে শা এসোসিয়েটসকে নিয়ে কতিপয় ভুয়া স্ট্রিট বয়/গার্ল কাল্পনিক আইডিধারী ফেসবুকারের ভবিষ্যতে কোনরকম পোস্ট কোথাও এপ্রুভড করার আগে দশবার ভেবে নিবেন ; অন্যথা মহাবিপদে পড়ে যাবেন | আমরা কাজ করে জোর গলায় কথা বলি , বাতাসে ফাউ গল্প দিয়ে বেড়ায় না শা এসোসিয়েটস |—- শা অ্যাডমিন ম্যানেজার